চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম পুইছড়ি এলাকায় অগ্নিকাণ্ডে সাইমা (৬) নামে এক শিশু নিহত হয়েছেন।  নিহত সাইমা স্থানীয় আমান উল্লাহর মেয়ে। এ ঘটনায় ৯ বসতঘর আগুনে পুড়ে গেছে।

শনিবার দিনগত রাত সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুর রহমান। 

তিনি বলেন, পুইছড়িতে আগুনে নয়টি ঘর পুড়ে গেছে। যেখানে ১৭টি পরিবার বসবাস করতেন। রাতে আগুন লাগায় অনেকেই ঘুমে ছিলেন। তিনি বলেন, ধারণা করছি ঘুমে থাকার কারণে শিশু সাইমা ঘরে থেকে বের হতে পারেনি। এতেই আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু  হয়েছে। এই ঘটনায় জয়নাল আবেদিন (৬০) নামে এক প্রতিবন্ধী আহত হয়েছেন। তাকে দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কিভাবে আগুনের সূত্রপাত জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, তদন্ত স্বাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

কেএম/এসএম