বর্তমান অর্গানোগ্রাম পরিবর্তন করবে ঢাকা ওয়াসা। বর্তমান অর্গানোগ্রাম পরিবর্তন, পরিমার্জন ও সংশোধনের জন্য কর্মকর্তাদের সমন্বয়ে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে সংস্থাটি।

শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এ কমিটি অনুমোদন দিয়েছেন।

সচিব মশিউর রহমান খান জানান, গঠিত কমিটিকে ২০ কর্মদিবসের মধ্যে ২০০৭ সালে প্রণীত বর্তমান অর্গানোগ্রাম পরিবর্তন, পরিমার্জন ও সংশোধনপূর্বক যুগোপযোগী করণের সুপারিশমালা লিখিত আকারে ব্যবস্থাপনা পরিচালকের কাছে দাখিল করতে হবে।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, সাত সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালককে (মানবসম্পদ ও প্রশাসন) এবং সদস্য করা হয়েছে সচিবকে।

এ ছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন– ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, প্রশাসন বিভাগের উপসচিব শাহিদা কানিজ, ডেপুটি চিফ ফিন্যান্স অফিসার আনিসুর রহমান পাটোয়ারী এবং কমন সার্ভিস বিভাগের উপ-সচিব শহিদুল ইসলাম।

এএসএস/এসএসএইচ