ডিএনসিসির অভিযানে ১৫ মামলায় ৮৬ হাজার টাকা জরিমানা
করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ছাড়া ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা করা, স্বাস্থ্যবিধি না মানা এবং এডিস মশার লার্ভা ধ্বংসে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৩ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ১৫টি মামলায় সর্বমোট ৮৬ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম।
বিজ্ঞাপন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, রোববার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে মাস্ক পরিধান না করার কারণে দুটি মামলায় ২০০ টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার কারণে ৪টি মামলায় ১১ হাজার ২০০ টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে এডিসের লার্ভা পাওয়ায় ৪টি মামলায় ১০ হাজার টাকা এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে ৩টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্টে এডিসের লার্ভা পাওয়ায় কমপ্রিহেনসিভ ডেভেলপারসকে একটি মামলায় ৫০ হাজার টাকা এবং একটি কনফেকশনারির ভেতরে বসিয়ে খাওয়ানোর কারণে মামলা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৫টি মামলায় আদায় করা জরিমানার সর্বমোট পরিমাণ ৮৬ হাজার ৪০০ টাকা।
বিজ্ঞাপন
এএসএস/জেডএস