নড়াইলে সময় টিভির জেলা প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সজিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে পুলিশের জ্যাকেট পরিহিত দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহত সাংবাদিক সজিব জানান, রাতে লোহাগড়া নিরিবিলি পার্কের সামনে একটি দুর্ঘটনার খবর পেয়ে সেই সংবাদ সংগ্রহের জন্য সেখানে যাই। পরে জানতে পারি রাস্তা পারাপারের সময় একটি দুর্ঘটনা ঘটেছে। পরে সেখান থেকে রাতে নড়াইলে ফেরার পথে রাসেল ব্রিজের ওপরে দেখতে পাই একটি মোটরসাইকেল নিয়ে পুলিশের রিফ্লেক্টিভ জ্যাকেট পরে একজন দাঁড়িয়ে আছেন। পরে আমাকে সিগন্যাল দিলে আমি দাঁড়াই। আমি জিজ্ঞেস করি আপনি কে। তারা বলল আমরা ডিবির লোক। নাম জিজ্ঞেস করলে বলে তার নাম আরিফ। 

এরপর আমার মোটরসাইকেলের সামনে সময় টিভির স্টিকার লাগানো দেখে আরেকজন। তখন পেছন থেকে এসে আমার পেটে ছুরিকাঘাত করে। পরে তারা আমার হাতে এবং বাম দুই পায়ে ছুরিকাঘাত করে। পরে পাশ থেকেই কয়েকজন লোক চলে এলে তারা পালিয়ে যায়। পরে থানায় ফোন দেই। এরপর পুলিশ আসে এবং আমাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের ক্যাজুয়ালিটির ১০১ নম্বর ওয়ার্ডের চিকিৎসক ডা. শিহাবুন সাকিব বলেন, সকালে তার অপারেশন হয়েছে। তবে পেটের জখমটি বেশি গভীরে নয় তবে পায়ে একটু সমস্যা রয়েছে।

এসএএ/এমএন