ডিএমপির তেজগাঁও বিভাগের নতুন ডিসি মো. শহিদুল্লাহ
মো. শহিদুল্লাহ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হিসেবে যোগ দিয়েছেন মো. শহিদুল্লাহ।
রোববার (২৩ মে) তিনি তেজগাঁও উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে যোগ দেন।
বিজ্ঞাপন
তেজগাঁও বিভাগে যোগ দেওয়ার পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগে উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
শেরপুরে জন্ম নেওয়া ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই মেধাবী কর্মকর্তা রাজশাহী জেলায় অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সঙ্গে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন
এর আগে তিনি অ্যাডিশনাল এসপি হিসেবে চট্টগ্রাম ও বান্দরবান এবং এসি ও এডিসি হিসেবে ডিএমপির গোয়েন্দা বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এসএএ/আরএইচ