জুয়ার আসর বসানো: ময়মনসিংহে কৃষকদল নেতা বহিষ্কার
জুয়ার আসর বসানো ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক মো: মোজাম্মেল হোসেনকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে ঢাকাপোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের আহবায়ক ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ।
বিজ্ঞাপন
তিনি বলেন, “দলীয় শৃঙ্খলা পরিপন্থি কোন কাজ বরদাস্ত করা হবে না। সংগঠনের গঠনতন্ত্র মেনেই জুয়ার আসর বসানোর কারণে কৃষকদল নেতা মো: মোজাম্মেল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।”
এর আগে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের সদস্য মো: খলিলুর রহমান তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক মো: মোজাম্মেল হোসেনকে সংগঠনের সকল পদ থেকে বহিস্কার করা হইল।’
বিজ্ঞাপন
উত্তর জেলা কৃষকদলের আহবায়ক অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ এক জরুরি সভা শেষে এই সিদ্ধান্ত প্রদান করেন বলে জানা গেছে।
এর আগে ৭ জানুয়ারি রাতে ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী এলাকার কাচারী বাজার ও গৌরীপুর উপজেলার চরভাবখালীর সীমানা সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর থেকে ওয়ান-টেন জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে যৌথ বাহিনী। এ সময় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা জুয়াড়ীদের বহনকারি পাজারো, প্রাইভেটকারসহ ৩টি বিলাসবহুল গাড়ী ও জুয়া সামগ্রী জব্দ করা হয়।
কোতোয়ালি মডলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফিকুল ইসলাম খান জানিয়েছেন, ইতোমধ্যে জুয়ার আসরের মূল হোতা মোজাম্মেলসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। এর মধ্যে ৯ জন আটক হলেও বাকিরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
মো: আমান উল্লাহ আকন্দ/এসএমডব্লিউ