ঘাটে ঘাটে টাকা দিয়েই কীটনাশক অনুমোদন
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
শুল্ক–কর বাড়ায় পকেট থেকে যাবে ১২ হাজার কোটি টাকা
দেশে এখন বছরজুড়ে ডেঙ্গুর প্রকোপ থাকে। ডেঙ্গু ও সাধারণ জ্বরের রোগীর পথ্য হিসেবে বাড়তি চাহিদা থাকে মাল্টার। সরকার অবশ্য মাল্টা আমদানিতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ করেছে। এতে মাল্টা আমদানিতে খরচ বাড়বে কেজিতে ১৫ টাকা। মোট শুল্ক–কর দাঁড়াবে কেজিতে ১১৬ টাকা। বাজারে মাল্টার দাম চড়া, কেজি ২৫০ থেকে ২৮০ টাকা।
বিজ্ঞাপন
মাল্টার মতো বিভিন্ন ফল, রান্নার গ্যাস, মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহার, রেস্তোরাঁয় খাবার, বিস্কুট, টিস্যু, ঢেউটিন, রংসহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক–কর বাড়িয়েছে সরকার। গত বৃহস্পতিবার মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন হার ইতিমধ্যে কার্যকর হয়েছে।
দেশ রূপান্তর
স্বল্প আয়ের মানুষের পুষ্টির বড় অংশ পূরণ করে মুরগির ডিম। দামের দিক থেকে মাছ-মাংসের চেয়ে অনেকটা সহজলভ্য ছিল। কিন্তু গেল দুবছর ধরে ডিমের বাজার অস্থিতিশীল। চাহিদার তুলনায় উৎপাদনে উদ্বৃত্ত থাকলেও অসাধু ব্যবসায়ী, করপোরেট ও ফড়িয়া সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে। জানা গেছে, ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত পর্যায়ক্রমে দেশের ডিমের বাজার অস্থিতিশীল করতে করপোরেট কোম্পানির পাশাপাশি ফড়িয়া সিন্ডিকেটের অন্তত ৬০ জন সদস্য সক্রিয় ছিলেন। মূলত তারাই ডিমের বাজার বেসামাল করে তোলেন।
সমকাল
ঘাটে ঘাটে টাকা দিয়েই কীটনাশক অনুমোদন
কীটনাশকের নিবন্ধন ও তদারকির দায়িত্বে থাকা উদ্ভিদ সংরক্ষণ উইং বলছে, যে কোনো কীটনাশক আমদানি করতে লাগবে নিবন্ধন। নিবন্ধিত ব্র্যান্ড ছাড়া কোনো কীটনাশক আমদানি, বিক্রি বা মজুতের সুযোগ নেই। উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম। তিনি দাপ্তরিক নানা কাজে ব্যস্ত থাকায় এই উইংয়ে সময় দিতে পারেন না। ফলে উইং ঘিরে নানা অপকর্মের মজমা বসেছে। কীটনাশকের নিবন্ধন নিতে পিয়ন থেকে শুরু করে সব টেবিলেই ছাড়তে হয় টাকা। অনুসন্ধানে সমকাল জানতে পেরেছে, উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের উপপরিচালক (বালাইনাশক প্রশাসন) মো. নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত উপপরিচালক (বালাইনাশক প্রশাসন) মো. হাসিনুর রহমান, পেস্টিসাইড রেগুলেশন অফিসার শফি উল্যাহর নেতৃত্বেই চলছে এসব অনিয়ম।
কালের কণ্ঠ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পূরণে রাজস্ব বাড়াতে ইন্টারনেটসহ ৬৭ পণ্য ও সেবার ভ্যাট-সম্পূরক শুল্ক বাড়িয়ে গত বৃহস্পতিবার অধ্যাদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে এসব পণ্য ও সেবার দাম বাড়তে পারে।
এই তালিকায় রয়েছে ওষুধ, এলপি গ্যাস, মিষ্টি, বিস্কুট, আচার, টমেটো সস, ফলের রস, সিগারেট, সাবান ও ডিটারজেন্ট, মোবাইল সেবা ও ব্রন্ডব্যান্ড ইন্টারনেট।
বণিক বার্তা
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অদৃশ্য নিয়ন্ত্রক ছিলেন শেখ রেহানা
গত দেড় দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক লুটের কারিকরদের অন্যতম শেখ আবদুল হাই বাচ্চু। ২০০৯ সাল-পরবর্তী তিন বছরে বেসিক ব্যাংক লুটে নেতৃত্ব দিয়েছেন তিনি। এ কেলেঙ্কারির ঘটনায় তুমুল সমালোচনা হলেও শেখ হাসিনা ছিলেন নির্বিকার। বিষয়টি নিয়ে এমনকি তৎকালীন সরকারের মধ্যে অসন্তোষ থাকলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন আবদুল হাই বাচ্চু। সে সময় তার খুঁটির জোর হিসেবে আলোচনায় এসেছিল ‘ছোট আপা’ বা শেখ রেহানার নাম। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন হিসেবে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে ‘ছোট আপা’ হিসেবে পরিচিত শেখ রেহানা।
প্রথম আলো
শর্ত না মানায় ঝুঁকিপূর্ণ দোহাজারী-কক্সবাজার রেলপথ
শর্ত না মেনে কাজ শেষ করায় বিপন্নপ্রায় হাতি চলাচলে ঝুঁকি রয়ে গেছে। ইতিমধ্যে ট্রেনের ধাক্কায় একটি বাচ্চা হাতি মারা গেছে। খাড়াভাবে কাটার কারণে ভারী বর্ষণে পাহাড়ধসের ঘটনাও ঘটছে। এতে ট্রেন চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের ‘চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য চারটি শর্তে সংরক্ষিত বনকে ‘ডি রিজার্ভ’ (সংরক্ষিত তালিকা থেকে বাদ) ঘোষণা করে ২০১৯ সালের ৬ জুন প্রজ্ঞাপন জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। নির্মাণকাজ শেষে ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে নতুন রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আরও পড়ুন
টিবিএস
দর বেশি থাকায় বেশি জমিতে আলুর চাষ, এখন ভালো দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা
দিনাজপুরের সদর উপজেলার বড়বন্দরের কৃষক মো. সোহাগ আহমেদ প্রায় দেড় একর জমিতে ফসল চাষ করেন। এরমধ্যে প্রতিবছর ৭০-৮০ শতাংশে চাষ হয় আলু। বাকি জমিতে ভুট্টা ও অন্য ফসল করেন। তবে গত বছর আলুর দাম বেশি থাকায় এবার পুরো দেড় একর জমিতেই আলু চাষ করেছেন তিনি।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে সোহাগ বলেন, "আমরা অর্ধেক জমিতে আলু চাষ করতাম। কিন্তু এবার পুরোটায় আলু চাষ করেছি। এখন বাজারে যে দাম, তাতে উৎপাদন খরচ তুলতে পারবো কি না শঙ্কায় আছি।"
বণিক বার্তা
অচলায়তনে রূপ নিয়েছে গ্রামীণ অর্থনীতি
গ্রামাঞ্চলে ঋণপ্রবাহ কমেছে। এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি সর্বশেষ বন্যার ধকল। এর সঙ্গে দুশ্চিন্তা বাড়াচ্ছে সুদহার বৃদ্ধি ও এসএমই খাতের স্থবিরতা। কর্মসংস্থানেও দেখা যায়নি তেমন কোনো উন্নতি। পুঁজির সংস্থান করতে গিয়ে বিপাকে পড়ছেন কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (সিএসএমই) উদ্যোক্তারা। জিডিপিতে গ্রামীণ অর্থনীতির ভরকেন্দ্র কৃষি খাতের অবদানও কমে এসেছে। টিকে থাকাই দায় হয়ে পড়ছে অর্থনীতিতে প্রায় ৩০ শতাংশ অবদান রাখা গ্রামীণ উদ্যোগগুলোর। সব মিলিয়ে দেশের গ্রামীণ অর্থনীতির স্থবিরতায় এখন দুশ্চিন্তা বাড়ছে অর্থনীতিবিদদের।
যুগান্তর
দেশে-বিদেশে সম্পদের অনুসন্ধান শুরু
দুর্নীতি ও অর্থ পাচারে জড়িত সন্দেহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের সাত সদস্যের নামে দেশে-বিদেশে থাকা অর্থসম্পদের তথ্য অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)। এর মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। এদের নামে দেশের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে থাকা অর্থসম্পদের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি সম্প্রতি মানি লন্ডারিংবিষয়ক আন্তর্জাতিক সংস্থা এগমন্ট গ্রুপের কাছেও চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে ওইসব ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে বিভিন্ন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য খাতে থাকা সম্পদের তথ্য চাওয়া হয়েছে।
কালের কণ্ঠ
২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে প্রায় ৩০০ সাংবাদিক পরিবারের আবাসন গড়ে তুলতে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে রাজধানীর পল্লবীর ঝিলপার মসজিদের পাশে সাত একর জমি বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই এই বিশাল জমি অবৈধভাবে দখলে নেয় ঢাকা-১৬ আসনের দলীয় সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার লোকজন। তারা এর একাংশে বস্তি বানিয়ে ভাড়া দেয় আর অন্য অংশে গড়ে তোলে গরুর খামার।
প্রথম আলো
বাজেটে টাকার জন্য মরিয়া হয়ে বিকল্প পথ খুঁজছে সরকার। এ জন্য শুল্ক-কর বাড়িয়ে সহজ পথে কর আদায়ের পথ বেছে নিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানো হলো। ধনী-গরিবনির্বিশেষ বাড়তি ভ্যাট আদায় করে বাজেটের ঘাটতির জোগান দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বণিক বার্তা
ভ্যাটজাল নয়, ভ্যাটহার বাড়ানোর আগ্রহ বেশি এনবিআরের
শপিংমলের খুচরা ব্যবসায়ীদের প্রায় ৭৮ শতাংশ ভ্যাট নিবন্ধন নেননি। নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন করের (ভ্যাট গোয়েন্দা) ২০২২ সালের জরিপের তথ্য এটি। আর বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির দাবি, দেশে ৪ লাখ ৮২ হাজার রেস্তোরাঁ থাকলেও ৭০ শতাংশ ভ্যাট দেয় না। এ দুই তথ্যেই বোঝা যায় খাতভিত্তিক ভ্যাটের আওতার বাইরে রয়ে গেছে অনেক প্রতিষ্ঠান। এগুলোকে ভ্যাটের আওতায় না এনে গত বৃহস্পতিবার নতুন করে ভ্যাটহার বাড়ানো হয়েছে শতাধিক পণ্য ও সেবার।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর / মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নির্মাণে ‘আলিশান’ খরচ; সেবা-শুশ্রূষা নিয়েই এখন যত ব্যস্ততা / মা-অন্তঃপ্রাণ তারেক রহমান; বিএনপি মহাসচিব / কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে; চা শ্রমিক / যারা মুখে তুলে দেয় স্বাদ তাদের জীবনই তেতো—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।