প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

বিএবি আগের মতোই ব্যাংক থেকে চাঁদা তুলছে

বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) আগের মতোই ব্যাংক থেকে চাঁদা তোলা শুরু করেছে। সম্প্রতি সংগঠনটি প্রধান উপদেষ্টার ত্রাণভান্ডারে কম্বল দিতে পরিমাণ উল্লেখ করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে। পাশাপাশি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে মোট ৪ কোটি টাকা অনুদান দিতে চাঁদা নির্ধারণ করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে সংগঠনটি।

বিএবির এই পদক্ষেপ বিস্মিত করেছে ব্যাংকের প্রধান নির্বাহীদের। ছয়টি ব্যাংকের প্রধান নির্বাহীরা বিএবির পক্ষ থেকে এ ধরনের চিঠি পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

মানবজমিন

এক ঘণ্টায় এভালন এভিয়েশন দখল করেন তারিক সিদ্দিক

মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা। ভিন্নমত দমন, গুম, খুন, ক্রসফায়ার, নির্যাতন, ব্যবসা প্রতিষ্ঠান দখল ও বিরোধী দলের ওপর মামলা, হামলার অন্যতম নির্দেশদাতা তিনি। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সকল গোপনীয় এজেন্ডা বাস্তবায়নে যাদের নাম উঠে এসেছে সেখানে প্রথম সারিতে তারিক সিদ্দিক। সামরিক বাহিনী, র‌্যাব, পুলিশ ও সামরিক প্রশাসনে একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল তার। এই সুযোগে দেশে-বিদেশে গড়েছেন অঢেল সম্পদ। তারিক সিদ্দিক বেসরকারি খাতে লুটপাটের অর্ধেকটাই করতেন তার ঘনিষ্ঠ বন্ধু সাবেক গ্রুপ ক্যাপ্টেন আলমগীর হোসেনের মাধ্যমে। এই আলমগীরকে দিয়েই নামে-বেনামে হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছেন তারিক সিদ্দিক ও তার পরিবার। তারিক সিদ্দিকির স্ত্রী শাহনাজ সিদ্দিকির পরামর্শে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও দেশের এভিয়েশন খাত পুরোটাই নিয়ন্ত্রণ করতেন আলমগীর হোসেন।

যুগান্তর

দরপত্রে বেড়েছে তদবির

রাজধানীর নগর সংস্থাগুলোর দরপত্রে নানামুখী তদবির বেড়েছে। কেনাকাটা, সেবা ও উন্নয়নকাজের দরপত্রে তদবিরের চাপে কাবু হয়ে পড়েছেন প্রকৌশলী-কর্মকর্তারা। সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নানাভাবে তদবির করছেন। কাজের তুলনায় তদবিরের পরিমাণ বেশি হওয়ায় আগ্রহীরা দরপত্র আহ্বানকারীদের ওপর অসন্তুষ্ট হচ্ছেন।

প্রথম আলো

অনেক স্থানে চুলা জ্বালাতে রাতের অপেক্ষা, গ্যাস নিয়ে সামনে আরও ভোগান্তি

রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় গ্যাসের ব্যাপক সংকটে মানুষের ভোগান্তি বেড়েছে। অনেক জায়গায় দিনের বেলায় গ্যাস থাকছে না। রান্নার চুলা জ্বালাতে রাতের জন্য অপেক্ষা করতে হয়। প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না শিল্পের গ্রাহকেরাও। ফলে রপ্তানিমুখী কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

সমকাল

সুন্দরবনে অনিয়ন্ত্রিত পর্যটন, প্রাণ-প্রকৃতির সর্বনাশ

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন ভ্রমণে বাড়ছে ভ্রমণপিয়াসীদের ঝোঁক। সেখানে প্রতিবছর ছুটছেন দেশি-বিদেশি লাখ লাখ পর্যটক। মানুষের এই আগ্রহকে সামনে রেখে এগিয়ে এসেছেন পর্যটন ব্যবসায়ীরা। গেল ছয় বছরেই সুন্দরবন ভ্রমণে পর্যটক টানতে যুক্ত হয়েছে ২৯টি বিলাসবহুল নৌযান। শীতাতপ নিয়ন্ত্রিত এসব নৌযানের কোনো কোনোটিতে সুইমিংপুলসহ তিনতারকা মানের সেবা দেওয়া হয়। এর পেছনে লগ্নি হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। 

তবে সুন্দরবনে পর্যটকের পদচারণায় বনের জীববৈচিত্র্যের ওপর পড়ছে নেতিবাচক প্রভাব। বিপন্ন হচ্ছে প্রাণ-প্রকৃতি। অতিরিক্ত নৌযান ও পর্যটকের চাপ বনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের যাতে ক্ষতি না করে, এ জন্য ২০১৪ সালে সুন্দরবন ভ্রমণ নীতিমালা তৈরি করা হয়। এতে বনের অভয়ারণ্যের ওপর চাপ কমিয়ে প্রান্তসীমায় নতুন পর্যটনকেন্দ্র গড়ে তোলার পাশাপাশি জোর দেওয়া হয় প্রকৃতিবান্ধব পর্যটনে। তবে নীতিমালা উপেক্ষা করে এখন দৈনিক গড়ে ৩০টি নৌযান অভয়ারণ্যে দিনভর অবস্থান করে। ইকোট্যুরিজমের কথা বলা হলেও বন ভ্রমণের নামে পিকনিক পার্টি বসে নৌযানে।

কালবেলা

মাঠে ৫০ হাজার কোটি অনাদায়ি রেখে টাকা খুঁজছে এনবিআর

নিত্যপণ্যের বাজারে এমনিতেই হিমশিম অবস্থা সাধারণ মানুষের। নতুন করে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে সম্পূরক মূল্য সংযোজন কর (ভ্যাট)। অথচ ভ্যাট সংক্রান্ত মামলা ও বকেয়া মিলে মাঠে আটকে আছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রায় ৫০ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রায় সাড়ে ৩ হাজার ভ্যাট-সংক্রান্ত মামলায় আটকে আছে ৩১ হাজার কোটি টাকা। সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলার কাছেই বকেয়া পড়ে আছে ২০ হাজার কোটি টাকা। বড় বড় অনেক শিল্প প্রতিষ্ঠানের কাছেও ভ্যাটের টাকা আটকে আছে। মাঠের এই টাকা আদায়ে গতি না বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্টে ফেলে সাড়ে ১২ হাজার কোটি টাকা আদায়ে নতুন ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এটাকে রাজস্ব আহরণের ‘সহজ পথ’ বলে মনে করলেও বছরের মাঝপথে ভ্যাট বাড়ানোকে অযৌক্তিক বলেছেন অর্থনীতিবিদরা।

প্রথম আলো

দুই বছর ধরে বিদেশে নারী কর্মী যাওয়া কমছে

বিদেশে নারী কর্মসংস্থানের মূল গন্তব্য মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো। এসব দেশে অধিকাংশ নারী গৃহকর্মী হিসেবে কাজ করতে যান। গিয়ে নানা নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে দেশে ফিরে আসেন কেউ কেউ। এ ছাড়া যৌন নিপীড়নের অভিযোগও আছে। এতে নারীদের মধ্যে মধ্যপ্রাচ্যে যাওয়ার উৎসাহ কমছে। ফলে দুই বছর ধরে বিদেশে নারী কর্মী যাওয়া কমছে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, ২০২২ সালে বিদেশে নারী কর্মী গেছেন ১ লাখ ৫ হাজার ৪৬৬ জন। ২০২৩ সালে তা কমে দাঁড়ায় ৭৬ হাজার ১০৮ জনে। ২০২৪ সালে তা আরও কমে ৬১ হাজার ১৫৮ জনে নেমে এসেছে। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কমেছে ২৮ শতাংশ। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে কমেছে ২০ শতাংশ।

কালের কণ্ঠ

উদ্বেগ বাড়াচ্ছে খুন ডাকাতি ছিনতাই

ছাত্র-জনতার জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পাঁচ মাস পার করেছে। শুরু থেকে এ পর্যন্ত অন্তর্বর্তী সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষসহ অপরাধ ও সমাজ বিশ্লেষকরা। কারণ ৫ আগস্ট সরকার পতনের পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনুপস্থিতি এবং পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণে শিথিলতার সুযোগে দেশের বিভিন্ন স্থানে খুন-রাহাজানি, ডাকাতি-ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।

বণিক বার্তা

সরকারের ঋণ ২০ লাখ কোটি টাকা ছাড়িয়েছে

সরকারের ঋণের পরিমাণ গত বছরের সেপ্টেম্বর শেষে ২০ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে বিদেশী ঋণের পরিমাণ ছিল ৮ হাজার ৪৪৪ কোটি ৫৪ লাখ ডলার। প্রতি ডলার ১২০ টাকা (ওই সময়ের বিনিময় মূল্য) হিসাবে এর পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ১৩ হাজার ৩৪৪ কোটি টাকায়। বাকিটা অভ্যন্তরীণ ঋণ। রাজস্ব আহরণ ও বৈদেশিক আয়ের তুলনায় এ ঋণের পরিমাণ বর্তমানে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের ভাষ্য, কার্যকর ঋণ ব্যবস্থাপনা কৌশলের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে না পারলে ভবিষ্যতে কঠিন সংকটের মধ্যে পড়তে হতে পারে।

প্রথম আলো

রমজানে পণ্য আমদানির উদ্যোগ বেশি, চিন্তা কারসাজি ও ডলার নিয়ে

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) নিত্যপণ্যের চাহিদা, আমদানি ও আমদানির ঋণপত্র খোলা এবং স্থানীয় উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা করে বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া এক প্রতিবেদনে এ কথা বলেছে। ব্যবসায়ীরাও বলছেন, সরবরাহ নিয়ে সমস্যা হবে না। বিশ্ববাজারে অস্থিতিশীলতা নেই। চিন্তার বিষয় হলো মার্কিন ডলারের দাম। ডলারের দাম বাড়লে পণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, আমদানি ও সরবরাহ পরিস্থিতি ঠিক থাকলেও স্থানীয় বাজারে কারসাজির কারণে অনেক সময় পণ্যের দাম বেড়ে যায়। তাই প্রতিটি পর্যায়ে নজরদারি দরকার। অতীতে দেখা গেছে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণ দেখিয়ে কারখানা বন্ধ করে দেওয়া হয়। তখন কোনো নির্দিষ্ট পণ্যের সরবরাহে ঘাটতি তৈরি হয়। বাজারে দাম বেড়ে যায়।

কালের কণ্ঠ

দুর্নীতির টাকায় তিন জেলায় হেনরীর ৫০ বিঘা জমি!

দুর্নীতি ও ঘুষের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ ও পটুয়াখালী জেলায় তাঁর নামে ৫০ বিঘা জমি পাওয়া গেছে। এসব সম্পদ তিনি দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তদন্তের স্বার্থে এসব জমি জব্দ এবং তাঁর ১৯টি ব্যাংক হিসাব ও কম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে।

বণিক বার্তা

ভারতে ২৮ শতাংশের বেশি কমেছে বাংলাদেশী পর্যটক

জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন, সহিংসতা, কারফিউ, সর্বশেষ শেখ হাসিনার পতন—৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশী নাগরিকদের ভিসা দেয়া সীমিত করে ভারত। এর প্রভাব পড়েছে দেশটির পর্যটন শিল্প ও ব্যবসায়। পর্যটন মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৩ সালের আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের তুলনায় গত বছরের একই সময়ে ভারতে বাংলাদেশী পর্যটক কমেছে ২৮ দশমিক ৪৪ শতাংশ। খাতসংশ্লিষ্টরা অবশ্য বলছেন, উল্লিখিত সময়ে যারা গেছে তাদের বেশির ভাগের ভিসা আগের ইস্যু করা। নতুন করে ভিসা দেয়া সীমিত থাকায় সামনের দিনগুলোয় বাংলাদেশী পর্যটকের সংখ্যা আরো কমে আসবে ভারতে।

প্রথম আলো

দৈনন্দিন জীবনযাপনের প্রতি ধাপে ভ্যাটের চাপ

জীবন এখন ভ্যাটময়। দৈনন্দিন জীবনে এমন কোনো জায়গা নেই, সেখানে ভ্যাটের আধিপত্য কম। প্রতিদিনের জীবনযাপনের প্রতি পদক্ষেপে নাগরিকদের গুনতে হচ্ছে ভ্যাটের টাকা। সকালে ঘুম থেকে ওঠে সারা দিন কর্মব্যস্ত সময় পার করে রাতে ঘুমানোর আগপর্যন্ত নানা ধরনের পণ্য ব্যবহার করতে হয়; বিভিন্ন সেবা নিতে হয়। এমন অনেক পণ্য ও সেবার ওপর প্রতিদিন বিভিন্ন হারে ভ্যাট দিতে হচ্ছে। 

সর্বশেষ সংযোজন হলো সরকার এখন নতুন করে শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়েছে। এতে মানুষের ওপর ভ্যাটের চাপ আরও বাড়বে। দৈনন্দিন জীবনযাপনে কোথায় কোথায় মানুষকে ভ্যাট দিতে হয়, তার একটি তালিকা খোঁজার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনে।  

ইত্তেফাক

প্রকাশ্যে চাঁদাবাজি দখলে শীর্ষ সন্ত্রাসীরা

চাঁদা না পেয়ে দখলের চেষ্টা করা হচ্ছিল মাল্টিপ্ল্যান সেন্টার। সেটাও সম্ভব হয়নি ছাত্র-জনতা ও ব্যবসায়ীদের কারণে। ক্ষোভ থেকেই গত ১০ জানুয়ারি রাতে টার্গেট করে রাজধানীর এলিফ্যান্ট রোডে কোপানো হয় দুই ব্যবসায়ীকে। তবে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহতের ঘটনায় নতুন করে সামনে এসেছে দুই শীর্ষ সন্ত্রাসীর নাম, যারা একসময় অপরাধ জগতের নিয়ন্ত্রক ছিলেন। তারা হলেন শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমন ও মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল। যারা গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর গত ১৫ ও ১৬ আগস্ট কারাগার থেকে জামিনে বের হন।

বণিক বার্তা

আন্তর্জাতিক বাজারে চালের দাম ২৪.১৯% কমলেও দেশে বেড়েছে ৭.১৪%

আসন্ন রমজানে নিত্যপণ্য সরবরাহ ঠিক রাখতে চাল আমদানিতে শুল্ক-কর ছাড় দিয়েছিল সরকার। তাছাড়া সম্প্রতি কৃষকের ঘরে উঠেছে আমন ধান। এর পরও বাড়ছে চালের দাম। গত এক বছরে দেশের বাজারে চালের দাম বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। যদিও আন্তর্জাতিক বাজারে একই সময়ে চালের দাম ২৪ দশমিক ১৯ শতাংশ কমেছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রথম আলো

আকাশছোঁয়া ভবন বাড়ছে ঢাকায়

বর্তমানে ঢাকায় ৫০০ ফুট উচ্চতার বেশ কয়েকটি ভবনের নির্মাণকাজ চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শান্তা হোল্ডিংসের পিনাকেল ও ঢাকা টাওয়ার, ট্রপিক্যাল হোমসের টিএ টাওয়ার, সেনা কল্যাণ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টসের এসকেএস স্কাইরিচ ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এমজিআই টাওয়ার। এর মধ্যে টিএ টাওয়ারটি মালিবাগে আর বাকিগুলো তেজগাঁও-গুলশান লিংক রোডে। সবগুলো ভবনই বাণিজ্যিক। সুউচ্চ এই ভবনগুলোর মধ্যে পিনাকেলের নির্মাণকাজ চলতি বছর শেষ হবে। 

এছাড়া ইতিহাসের সেরা ভোট করতে চান ড. ইউনূস; খালেদা জিয়া দেশবাসীর খোঁজ নিয়েছেন; স্থলভাগের এলএনজি টার্মিনাল হয়নি বিপুর অনীহায়; বিএসএফের কর্মকাণ্ডে উদ্বেগ জানাল ঢাকা—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।