রাজধানীর শাঁখারী বাজার এলাকা থেকে ৩৫ কেজি বিস্ফোরকদ্রব্য আতশবাজিসহ নয়ন চন্দ্র রায় (৩৬) নামে একজনকে গ্রেপ্তার  করেছে ডিএমপি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাতে শাঁখারী বাজারের ৬ নম্বর পান্নিটোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার থানার একটি টিম গ্রেপ্তারি  পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাঁখারী বাজার এলাকায় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের বিস্ফোরকদ্রব্য মজুদ রয়েছে। পরে রাতে  শাঁখারী বাজার ৬ নম্বর পান্নিটোলা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগ ও কাগজের বক্সে বিভিন্ন ধরনের সর্বমোট ৩৫ কেজি বিস্ফোরকদ্রব্য আতশবাজি উদ্ধার করা হয়। উদ্ধার এসব আতশবাজির আনুমানিক মূল্য এক লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায়  নয়ন চন্দ্র রায়কে গ্রেপ্তার  করে পুলিশ।

এমএসি/এমএন