ঋণের টাকা ওড়ে ঢাকায়
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
রাজনীতি ও আমলানির্ভরতা কমিয়ে দুদককে শক্তিশালী করতে ৪৭ সুপারিশ
ব্যক্তিগত স্বার্থে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার ও ঘুষ লেনদেনকে অবৈধ ঘোষণা এবং আইনে কালো টাকা সাদা করার বৈধতা স্থায়ীভাবে বন্ধ করাসহ ৪৭ দফা সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে আজ বুধবার জমা দেওয়া প্রতিবেদনে এসব সুপারিশ করেছে এ কমিশন।
বিজ্ঞাপন
জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছে। এর অংশ হিসেবে দুই ধাপে মোট ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে গত অক্টোবরের প্রথম সপ্তাহে গঠন করা হয় নির্বাচনব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে কমিশন।
কালবেলা
আবাসিকে গ্যাসের দাম বাড়াতে তোড়জোড়
শিল্পের পর এবার আবাসিক খাতে গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। এরই মধ্যে দাম বাড়ানোর প্রস্তাবনা তৈরি করছে বিতরণ কোম্পানিগুলো। আবাসিক গ্রাহকদের মধ্যে মিটারবিহীন গ্রাহকদের গ্যাসের দাম বাড়ানো হবে। পাশাপাশি গ্যাস সঞ্চালনে হুইলিং চার্জ বাড়ানোরও প্রস্তাব করা হবে। গতকাল পর্যন্ত সবকটি কোম্পানিই প্রস্তাবনা তৈরির কাজ করছে। আজকালের মধ্যে এসব প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে পাঠানো হবে। বিতরণ কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সমকাল
দেশের গ্যাস সংকট সমাধানের অন্যতম ভরসা হিসেবে দেখা হয় বঙ্গোপসাগরকে। বিগত সরকার গত এক দশকও এই অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারেনি। অনেক পথ পেরিয়ে গত মার্চে আন্তর্জাতিক টেন্ডার ডাকে পেট্রোবাংলা। সাতটি বিদেশি তেল-গ্যাস কোম্পানি (আইওসি) দরপত্রের নথি কিনেছিল। কেউ প্রস্তাব জমা দেয়নি। বিদেশি কোম্পানিগুলোর এই অনাগ্রহ কেন, তা জানতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে চিঠি দিয়েছিল সরকারের মালিকানাধীন জাতীয় এই তেল কোম্পানি। তারও জবাব আসেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, দর প্রক্রিয়ায় কোনো বিদেশি কোম্পানির অংশ না নেওয়া দেশের জ্বালানি খাতের জন্য দুঃসংবাদ।
তাদের মতে, দেশে রাজনৈতিক সরকার না থাকায় বিনিয়োগ চুক্তি নিয়ে শঙ্কিত আইওসি। তাই তারা হয়তো আলোচনা করতে আগ্রহী নয়। তবে বিদেশি কোম্পানির অনাগ্রহ সংকটে থাকা দেশের জ্বালানি খাতকে আরও বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। ব্যয়বহুল এলএনজির ওপর নির্ভরশীলতা আরও বাড়বে।
আজকের পত্রিকা
আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের মাঝামাঝি অনুষ্ঠানের দাবি সামনে নিয়ে এসেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যে এ নির্বাচন আয়োজনের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি গতকাল মঙ্গলবার আহ্বান জানিয়েছে দলটি। বিএনপি বলছে, সংসদের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোরবিরোধী তারা।
নির্বাচন প্রশ্নে বিএনপির এই অবস্থানের বিষয়ে ভিন্নমত পোষণ করে তরুণদের প্রতিনিধিত্বের দাবিদার জাতীয় নাগরিক কমিটি।
বণিক বার্তা
অতীতে বাংলাদেশে আইএমএফের প্রেসক্রিপশন কাজ করেনি
পতিত আওয়ামী সরকারের সময় দেশের অর্থনীতির আকার, মাথাপিছু আয়, রফতানি আয়সহ অর্থনীতির বিভিন্ন সূচককে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়ে অর্থনৈতিক উন্নয়নের বয়ান তৈরি করা হয়েছিল। স্বৈরশাসনকে বৈধতা দিতে এ বয়ান সামনে আনা হয়েছে নানাভাবে। সরকারের অতিরঞ্জিত এসব তথ্যকে চ্যালেঞ্জ জানানোর পরিবর্তে সে সময় এর সঙ্গে তাল মেলাতে দেখা গেছে বহুজাতিক দাতা সংস্থাগুলোকে। এমনকি এসব সংস্থার পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মিরাকল বলেও অভিহিত করা হয়েছিল। যদিও এ ‘মিরাকলের অর্থনীতি’ গত তিন বছরে ধসের মুখে এসে দাঁড়িয়েছে। এ ধস ঠেকাতে আবার এমনই এক বহুজাতিক দাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হতে হয়েছে বাংলাদেশকে। এজন্য সংস্থাটির পক্ষ থেকে দেশের অর্থনীতিতে নানা সংস্কারের প্রেসক্রিপশন ও লক্ষ্য বেঁধে দেয়া হয়েছে। আওয়ামী লীগের পর বর্তমান অন্তর্বর্তী সরকারকেও এসব প্রেসক্রিপশন অনুসরণ ও লক্ষ্যপূরণ নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে। যদিও আইএমএফসহ বহুজাতিক এসব দাতা গোষ্ঠীগুলোর পরামর্শে দেশে অতীতে যেসব সংস্কার বাস্তবায়িত হয়েছে, সেগুলো কার্যকর সুফল বয়ে আনতে পারেনি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের ভাষ্যমতে, স্থানীয় বাস্তবতাকে অস্বীকার করে ধার করা এসব পরামর্শে কখনই কাঙ্ক্ষিত সুফল আনা সম্ভব নয়।
প্রথম আলো
সাবেক সেনাপ্রধান হারুনসহ ১৯ জনের কারাদণ্ড, ৪ হাজার ৫১৫ কোটি টাকা অর্থদণ্ড
বহুধাপ বিপণন (এমএলএম) প্রতিষ্ঠান ডেসটিনির ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের অর্থ আত্মসাতের মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, কোম্পানির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদসহ ১৯ জনের ১২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের ৪ হাজার ৫১৫ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন।
আরও পড়ুন
বণিক বার্তা
বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতিকে বড় করছে আদানির বিদ্যুৎ আমদানি
ভারত থেকে বিপুল পরিমাণ অর্থের পণ্য ও সেবা আমদানি করে বাংলাদেশ। এ আমদানির বিপরীতে রফতানির পরিমাণ খুবই সামান্য। দেশটির সঙ্গে শুরু থেকেই বড় অংকের বাণিজ্য ঘাটতিতে রয়েছে বাংলাদেশ। এ ঘাটতিকে এখন আরো বড় করে তুলছে ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি।
বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বিদ্যুৎ আমদানি শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। সে অনুযায়ী ২০২২-২৩ অর্থবছর থেকেই এ আমদানির মূল্য পরিশোধ করতে হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি)। আর এরও আগে থেকে ভারত থেকে জিটুজি ভিত্তিতে বিদ্যুৎ আমদানি করছিল বাংলাদেশ। তবে দেশটিতে সরকারিভাবে আমদানীকৃত বিদ্যুতের চেয়ে আদানির বিদ্যুতের মূল্য অনেক বেশি। বিপিডিবির সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে ব্যয়কৃত অর্থের দুই-তৃতীয়াংশেরও বেশি যায় আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে গিয়ে।
দেশ রূপান্তর
চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি। সেভাবেই দলটি তাদের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। দলীয়প্রধান লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসাব্যবস্থার পরিবর্তন ও থেরাপি দেওয়ার পর তিনি নিজে নিজে হাঁটতে পারছেন। আগামী নির্বাচনে তিনিই নেতৃত্ব দেবেন এমন মনোভাব পোষণ করেছেন দলটির নীতিনির্ধারকরা।
ইত্তেফাক
সারা দেশে দখল ও চাঁদাবাজির ঘটনা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু পুলিশ নির্লিপ্ত। প্রতিদিন শত শত অভিযোগ। আর এই কাজে বিএনপি ও জামায়াতের নেতারা ছাড়াও এক ধরনের সুবিধাবাদী গ্রুপ সুযোগ নিচ্ছে। বাদ যাচ্ছে না পেশাদার অপরাধীরাও। মার্কেট থেকে শুরু করে ফুটপাত, জমি থেকে শুরু করে দোকান কিছুই বাদ যাচ্ছে না। নির্মাণাধীন ভবনেও হানা দিচ্ছে চাঁদাবাজরা। ফলে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কেন্দ্র থেকে বারবার নির্দেশনা দেওয়া হলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। কিছু ব্যবস্থা নেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে সামনে আনতে ভয় পাচ্ছেন ভুক্তভোগীরা। এই দখলবাজি নিয়ে এর মধ্যে প্রাণও গেছে কয়েক জনের।
কালের কণ্ঠ
পাঁচ মাসে ২২ হাজার কোটি টাকা জব্দ
সরকার বদলের পর রেকর্ড ২২ হাজার কোটি টাকা জব্দ করেছে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পাশাপাশি সাড়ে সাত হাজার কোটি টাকার শেয়ারও জব্দ করা হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর গত পাঁচ মাসে তিন শতাধিক সাবেক মন্ত্রী-এমপি, গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদে থাকা ব্যক্তিসহ দেড় সহস্রাধিক ব্যাংক হিসাব জব্দ করেছে সংস্থাটি। এখনো সন্দেহজনক লেনদেন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগে প্রতিদিনই শতাধিক ব্যাংক হিসাব জব্দ করছে বিএফআইইউ।
সমকাল
আমলাদের চাহিদাকে বেশি প্রাধান্য দিচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি এবং অন্য ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল কমিশন। তবে এখন কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে থাকছে না সেই প্রস্তাব। আমলাদের চাপে এই সিদ্ধান্ত থেকে পিছু হটছে কমিশন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জনপ্রশাসন সংস্কার কমিশন ক্যাডার কর্মকর্তাদের আন্দোলন আমলে নিয়ে নতুন করে সুপারিশ প্রতিবেদন তৈরি করছে। চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ বাস্তবায়নে ৩১ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়ার সময় চেয়েছিল কমিশন। গতকাল মঙ্গলবার কমিশনের চাহিদার ভিত্তিতে তাদের এ সময় দিয়েছে সরকার।
বণিক বার্তা
পাইকারিতে সয়াবিন তেলের দাম কেজিতে বেড়েছে প্রায় ১০ টাকা
দেশে ভোজ্যতেলের সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর অভিযোগ ছিল মিল মালিকদের বিরুদ্ধে। এরপর সরকার দাম বাড়ানোর ঘোষণা দিলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে মূল্যবৃদ্ধির এক মাসের ব্যবধানে ফের সরবরাহ সংকট দেখিয়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে ট্রেডিং প্রতিষ্ঠানগুলো। এক মাসের ব্যবধানে এরই মধ্যে পাইকারিতে মণপ্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) ৩০০-৩৫০ টাকা বেড়েছে। সে হিসাবে কেজিতে দাম বেড়েছে প্রায় ১০ টাকা।
কালের কণ্ঠ
এখনো বেহাল রাজধানীর ট্রাফিকব্যবস্থা
পুলিশ সূত্র জানায়, বর্তমানে রাজধানীর ৩৩৯টি পয়েন্টে কর্মকর্তাসহ চার হাজার ১০০ জন ট্রাফিক পুলিশ কাজ করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরাও দায়িত্ব পালন করছেন। আগের মতো সার্জেন্টরাও যেখানে-সেখানে গাড়ি থামাচ্ছেন না। এভাবে নতুন নতুন উদ্যোগ নেওয়ার পরও রাজধানীর ট্রাফিকব্যবস্থায় বিশৃঙ্খলা কমছে না।
ট্রাফিকব্যবস্থার এমন বিশৃঙ্খল পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জুলাই-আগস্ট আন্দোলনের পর পুলিশের ভেঙে পড়া মনোবল এখনো ফেরেনি। কোথাও কোথাও এখনো আক্রান্ত হচ্ছে ট্রাফিক পুলিশ। এ ছাড়া ৫ আগস্টের আগে রাজধানীতে দায়িত্ব পালনকারী ৮০ ভাগ ট্রাফিক সদস্যকে রাজধানীর বাইরে বদলি করে বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা হয়েছে নতুন সদস্যদের।
দেশ রূপান্তর
বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা। কোটি মানুষের বাস এ শহরে। প্রবাদ আছে ঢাকা শহরে টাকা ওড়ে। টাকা ধরার জন্য সারা দেশের মানুষ ঢাকা শহরে এসে ভিড় করেন; এ কথা সবার জন্য সত্য না হলেও কারও কারও জন্য সত্য বটে। বাস্তবেও সবচেয়ে বেশি ‘টাকার খেলা’ এ শহরেই হয়ে হয়ে থাকে; অর্থনৈতিক, প্রশাসনিক ও রাজনৈতিক কারণে।
কালবেলা
ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকিতে ১৫ লাখ প্রবাসী বাংলাদেশি
মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রবাসী নাগরিকদের তথ্যভান্ডার পাচারের অভিযোগ উঠেছে। প্রায় ১৫ লাখ প্রবাসীর সংবেদনশীল তথ্য বেসরকারি আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিস (ইএসকেএল)-এর হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে প্রবাসীদের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা মারাত্মক ঝুঁকিতে পড়েছে। কালবেলার অনুসন্ধানে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
এছাড়া ১০ শিল্প গ্রুপের অর্থ পাচার অনুসন্ধান হোঁচট খেল; বাবরের মুক্তিতে বাধা নেই; মনে করে বিএনপি / জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।