ঢাকা আরিচা মহাসড়কের পাশে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, আরিচা মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত মেসার্স মুবতাদি অ্যান্ড ওয়াশিং কারখানাটি ১০"×৫০ পিএসআইজি বিতরণ লাইন থেকে অবৈধভাবে ২ ইঞ্চি (আনুমানিক ১০০ ফিট) এবং ১ ইঞ্চি (আনুমানিক ৩০০ ফিট) ৫০ পিএসআইজি সার্ভিস লাইন স্থাপনের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল।

কারখানায়  ৫০০ কেজি ক্ষমতা সম্পন্ন একটি বয়লার এবং ৯টি ড্রায়ারে ঘণ্টা প্রতি ৩ হাজার ৩০০ ঘনফুট লোড অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হতো।

ওএফএ/এমএন