দক্ষিণখানে নিজের গলায় কাচ ঢুকিয়ে যুবকের আত্মহত্যা
রাজধানীর দক্ষিণখান থানার কসাই বাজার এলাকার একটি বাসায় নিজের গলায় কাচ ঢুকিয়ে ইকবাল হোসেন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলের দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত ইকবাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পূর্ববাদ জালালপুর গ্রামের গাজিউর রহমানের ছেলে। বর্তমানে দক্ষিণখানের কসাই বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিহতের ভগ্নিপতি মো. কবির হোসেন জানান, আমার শ্যালক দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। গত এক বছর আগে পড়াশোনা বাদ দিয়েছেন। তিনি মানসিক রোগীও ছিল। আজ বিকেলের দিকে নিজের রুমে গিয়ে ভাঙা কাচের টুকরো দিয়ে নিজের গলায় ঢুকিয়ে দিয়ে গুরুতর আহত হয়। বিষয়টি আমরা জানতে পেরে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ইকবাল তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিণখান থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমএন