আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে বলে পরিচয় দানকারী আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর বাড্ডা থানার একটি হত্যা মামলায় বুধবার (১৫ জানুয়ারি) রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের স্পেশাল টিম।

আসাদুজ্জামান হিরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ জোগানদাতা ছিলেন বলে অভিযোগ আছে। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় থেকে অর্থ লোপাট করার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, তাকে গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করে বাড্ডা থানায় হস্তান্তর করেছে। হিরুর বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জেইউ/এমএ