মানবসেবায় ব্রত ইরামন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ও বিকেলে দেশের তিনটি অঞ্চলে—বাগমারা (রাজশাহী), চলনবিল (নাটোর) এবং জাফরগঞ্জে (মানিকগঞ্জ) প্রায় দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করে ইরামন ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ছিল, দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের শীতকালীন দুর্ভোগ কিছুটা লাঘব করা।

ইরামন ফাউন্ডেশনের এক মুখপাত্র বলেন, আমাদের দেশের কৃষকেরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, অথচ শীতকালে তারা তীব্র কষ্টে দিন কাটান। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আশা করি, আমাদের এই ছোট্ট উদ্যোগ তাদের জন্য কিছুটা স্বস্তি আনবে।

বুধবার ফাউন্ডেশনের কর্মীরা প্রত্যন্ত গ্রামে গিয়ে স্থানীয় কৃষকদের হাতে শীতবস্ত্র পৌঁছে দেন। এ সময় কৃষকেরা তাদের প্রতি এই ভালোবাসা এবং সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইরামন ফাউন্ডেশনের এই উদ্যোগ সবার কাছে প্রশংসিত হয়েছে। এমন মানবিক প্রচেষ্টা সমাজে দৃষ্টান্ত স্থাপন করে এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে।

এআইএস