চট্টগ্রামে কারা পরিদর্শকের তালিকায় সমন্বয়ক-বিএনপি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম জেলার সমন্বয়ক জোবাইরুল আলম।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১২ জন বেসরকারি পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিনের স্বাক্ষর করা এক চিঠিতে তাদের নিয়োগ দেওয়া হয়।
বিজ্ঞাপন
নিয়োগপ্রাপ্তদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ৮ জন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম জেলার সমন্বয়কের দায়িত্ব পালনকারী জোবাইরুল আলম, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, যুবদলের বিলুপ্ত নগর কমিটির সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আতাউল্লাহ সম্রাট, নগর বিএনপির সদস্য জাফর আহম্মদ, নগর মহিলা দলের যুগ্ম সম্পাদক কামরুন নাহার, সাবেক যুগ্ম সম্পাদক সুলতানা বেগম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস, শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাছির উদ্দিন এবং কোতোয়ালি বদরপাতি এলাকার সৈয়দ আবুল বাশর।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর আগে কারা পরিদর্শক পদগুলোতে আওয়ামী লীগ ও তাদের সমর্থিত লোকজন দায়িত্বে ছিলেন। এরপর কারা পরিদর্শক পদে নিয়োগ পেতে বিএনপি ও তাদের সমর্থিত লোকজন দৌড়ঝাঁপ শুরু করে। পদগুলোতে নিয়োগ পেতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে অন্তত ৫০০ জনের মত আবেদন করেন। এগুলো যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে ১২ জনকে নিয়োগ দেওয়া হয়।
এমআর/এআইএস