চট্টগ্রামের রাউজান উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল আহমেদের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাউজান থানা পুলিশ মামলাটি রেকর্ড করে৷ 

এর আগে মোহাম্মদ বিল্লাল নামে একজন বাদী হয়ে থানায় এজাহার জমা দেন। এরই পরিপ্রেক্ষিতে মামলাটি রুজু হয়। মামলায় আবদুল্লাহ আল হামীম নামে একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, সোমবার রাউজান উপজেলা অডিটোরিয়ামে আমাদের প্রোগ্রামে আবদুল্লাহ আল হামীম নামে একজন এসে রাফির কাছে কিছু প্রশ্ন করেন। এসময় একটু হট্টগোল শুরু হয়। পরে হট্টগোল থেমে গেলে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়। এরপরে হামীমকে থানায় নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী। পরে শুনেছি মামলা হয়েছে। আমার মনে হয় মামলা হওয়ার মতো ঘটনাস্থলে কিছু ঘটেনি। 

তিনি আরও বলেন, রাউজানে একসময় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর রাজত্ব ছিল। তার ক্যাডাররা ছদ্মবেশে অনুপ্রবেশ করে এ ঘটনা ঘটাতে পারে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে সমন্বয়ক রাসেল আহমেদ ও তালাত রাফির ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ছাত্রদের একটি পক্ষ একজনকে থানায় সোপর্দ করে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে প্রকৃত ঘটনা আমাদের জানা নেই, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এমআর/এমএন