আবারও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ডিজি সালেহ আহমদ
আবারও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নতুন মহাপরিচালক (গ্রেড-১) নিয়োগ পেয়েছেন সালেহ আহমদ মোজাফফর। তাকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সালেহ আহমেদ ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর বিএমইটির মহাপরিচালক নিয়োগ পান। গত ১৮ জানুয়ারি তার চাকরির মেয়াদ শেষ হয়। এরপর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান তিনি।
বিজ্ঞাপন
এখন তাকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ ৪৯ ধারা অনুযায়ী অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এসএইচআর/এআইএস