রাজধানীর রামপুরায় বাসচাপায় সাজিদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, সাজিদ ডিআইটি রোড ইসলামি ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় রমজান পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে সাজিদ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তবে সাজিদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি কেউ। 

ঢাকা মেডিকেলে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এমএসি/এমএসএ