‘সংস্কারের প্রথমে সুশাসন নিশ্চিত করতে হবে’
দীর্ঘদিনের রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের ওপর নির্যাতন, জুলুম, অন্যায় অবিচারের প্রতিফলন হলো জুলাই গণঅভ্যুত্থান বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। তিনি বলেছেন, সংস্কারের প্রথমে সুশাসন নিশ্চিত করতে হবে।
শনিবার (২৫ জানুয়ারি) রাজশাহী শিল্পকলা একাডেমিতে সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ (সিসিডি, বাংলাদেশ) আয়োজিত ‘সংস্কার, জাতীয় ঐক্য এবং জনভাবনা’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সালেহ হাসান নকীব বলেন, রাজনৈতিক দল এবং ব্যক্তির নিজ স্বার্থের ঊর্ধ্বে দেশ, সেই আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজন করতে হবে।
আলোচনায় আরও বক্তব্য রাখেন— নওগাঁ বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোহা. হাসানাত আলী, প্রবীণ সাংবাদিক ড. নাজিব ওয়াদুদ, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. আবুল কাসেম, গণঅভ্যুত্থান ২৪ চেতনা পরিষদের আহ্বায়ক ও হেরিটেজ রাজশাহী সভাপতি মাহবুব সিদ্দিক, রাজশাহী জেলার সুজন সভাপতি সফিউদ্দিন আহমেদ প্রমুখ।
বিজ্ঞাপন
এমএইচএন/এআইএস