চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি
বনানী থানায় কড়াইল বস্তির তিন শতাধিক বাসিন্দার অবস্থান
চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বনানী থানায় গেছেন রাজধানীর মহাখালী কড়াইল বেলতলা বস্তির বাসিন্দারা।
রোববার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে বেলতলা বস্তির তিন শতাধিক বাসিন্দাসহ স্থানীয়রা থানার সামনে অবস্থান নেন।
বিজ্ঞাপন
সর্বশেষ খবর অনুযায়ী বনানী থানা ওসির রুমে বৈঠক চলছে বিক্ষুব্ধ বস্তি বাসিন্দাদের।
আরও পড়ুন
বিজ্ঞাপন
থানায় উপস্থিত বেলতলা বস্তির বাসিন্দা সবুজ মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হলেও কড়াইল বেলতলা বস্তিতে বন্ধ হয়নি চাঁদাবাজি। অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাজরা এখনও প্রকাশ্যে চাঁদাবাজি করছে। একাধিকবার অভিযোগ করার পরও থানা পুলিশ কোনো উদ্যোগ নেয়নি। এজন্য আজ বস্তির বাসিন্দারা থানা ঘেরাও করেছে।
তিনি বলেন, এখন ওসির রুমে আছি তাকে আমরা আনুষ্ঠানিক লিখিত অভিযোগ করবো। যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা ওসি, এডিসি, ডিসির অপসারণে রাস্তায় নামতে বাধ্য হবো।
এ ব্যাপারে বনানী থানার ওসির মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
তবে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার(এডিসি) জানান, থানা ঘেরাওয়ের মতো কোনো ঘটনা ঘটেনি। গত পরশু রাতে বেলতলা বস্তিতে একটি মারপিটের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় মামলাও রয়েছে। জড়িতদের গ্রেপ্তার ও আইনানুগ পদক্ষেপ নেবার দাবিতে তারা থানায় এসেছেন। ওসির সঙ্গে কথা বলছেন।
জেইউ/এআইএস