আহত ছাত্রজনতাকে চিকিৎসা দিচ্ছেন মার্কিন চিকিৎসক দল
জুলাই আন্দোলনে আহত ছাত্রজনতাকে চিকিৎসা দিচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে আগত ৮ সদস্যের একটি দল।
গত মঙ্গলবার থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) তারা এ চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
বর্তমানে নিটোরে ভর্তি ৯৬ জন আহতের চিকিৎসা দিচ্ছেন তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিটোর পরিচালক জানান, আহতরা বিদেশি চিকিৎসকদের সেবা পেয়ে আনন্দিত। এ ছাড়া তিনজন চিকিৎসক এবং তিনজন ফিজিওথেরাপিস্ট এই বিশেষজ্ঞ টিমকে সহায়তা করছেন।
আগামী ৬ ফেরুয়ারি পর্যন্ত আমেরিকান বিশেষজ্ঞ টিমের চিকিৎসাসেবা দেওয়ার কথা রয়েছে।
এমজে