সংক্ষিপ্ত সফরে ইসলামাবাদ হয়ে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক অংশীদার (বিজনেস পার্টনার) হিসেবে পরিচিত জেনট্রি বিচ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ব্যক্তিগত উড়োজাহাজে জেনট্রির ঢাকায় আসেন।

জানা যায়, জেনট্রি বিচ একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন। এই সফরে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এদিন দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

সফর শেষে আজ রাতে জেনেট্রির যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এনআই/এআইএস