চট্টগ্রামে যুবককে দুর্বৃত্তের গুলি
চট্টগ্রাম নগরীতে নিজ বাড়ির সামনে আজম নামে এক যুবককে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর ৫টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়ই পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পরিবারের অভিযোগ, সকালে ছোট ছেলে আজমকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার হাতে এবং মুখে গুলি করা হয়েছে। এতে ৮ থেকে ১০ টা দাঁত মাড়িসহ পড়ে গেছে। গুলিটি গলায় আটকে আছে।
আজমের ভাবি ঢাকা পোস্টকে জানান, সে কথা বলতে পারছে না। তবুও ইশারা ইঙ্গিতে যা জানতে পেরেছি, তার মুখে হাতে গুলি করার পর, অস্ত্রে নাকি আরও গুলি ভরছিল তারা।
বিজ্ঞাপন
তিনি বলেন, তখন সে দৌড়ে বাড়ির ভেতর ঢুকে গেট বন্ধ করে দেওয়াতে প্রাণে রক্ষা পেয়েছে। আমরা সবাই ঘরের ভেতর ছিলাম। আজম হয়তো ভোরে বের হয়েছে তখন এই ঘটনা ঘটে। মনে হয় তারা ডাকাতি করার জন্য আসছিল। বাধার মুখে আমার দেবরকে গুলি করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতার উদ্দিন জানান, আমাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। কেউ জানায়নি। খবর নিয়ে দেখছি।
আরএমএন/এমএ