খাল উদ্ধারে ফের মাঠে নামছে ডিএনসিসি
ঢাকা শহরের অভ্যন্তরে ও চারপাশের সব খাল, জলাশয় কার্যকর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারের উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
সে লক্ষ্যে রোববার (২ ফেব্রুয়ারি) ডিএনসিসি ও ডিএসসিসির আওতাধীন ৬টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ঢাকা শহরের অভ্যন্তরে ও চারপাশের সব খাল, জলাশয় কার্যকর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারের মাধ্যমে নগর জীবনের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ডিএনসিসি ও ডিএসসিসির আওতাধীন ৬টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনীতে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মকবুল হোসাইন বলেন, আগামীকাল মিরপুর ১৩ নম্বরের বাউনিয়া খাল (পুলিশ স্টাফ কলেজের পেছনে) থেকে কার্যকর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞাপন
এএসএস/জেডএস