‘নাদুসনুদুস’ মানেই সুস্বাস্থ্য নয়
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
গুলি ছোড়ায় কড়াকড়ি, বলপ্রয়োগে ৫ সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের
ছাত্র-জনতার অভ্যুত্থানে নির্বিচার প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পর বিক্ষোভ দমনে গুলির ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের কাছ থেকে প্রাণঘাতী অস্ত্র কেড়ে নেওয়ার প্রস্তাবও এসেছে। এমন পরিস্থিতিতে উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি করার ক্ষেত্রে কড়াকড়ি আরোপের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন।
বিজ্ঞাপন
অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগে পাঁচটি ধাপ অনুসরণের কথা বলা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর নীতিমালা এবং পুলিশ প্রবিধান, ১৯৪৩ অনুযায়ী বলপ্রয়োগের এই ধাপগুলো প্রণয়ন করা হয়েছে।
আজকের পত্রিকা
প্রশ্নের মুখে ডিজিটাল ব্যাংকের ভবিষ্যৎ
বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং খাতে নতুন একটি যুগ শুরুর উদ্দেশ্যে ২০২৩ সালে সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। এর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ প্রদানের জন্য ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়, যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিজিটাল ব্যাংকগুলো গ্রাহকদের সেবা প্রদান করবে মোবাইল, অ্যাপ কিংবা অন্যান্য ডিজিটাল চ্যানেল ব্যবহার করে, যেখানে থাকবে ২৪ ঘণ্টা সেবা, ভার্চুয়াল কার্ড এবং কিউআর কোডের মতো সুবিধা। সরকারের মূল লক্ষ্য ছিল ব্যাংকিং খাতে প্রযুক্তিনির্ভর সংস্কৃতির সূচনা করা।
এই উদ্যোগের আওতায় মোট ৫৪টি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য আবেদন জমা দেয়। এরপর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুসরণ করে ১০টি প্রতিষ্ঠানকে ‘লেটার অব ইনটেন্ট’ (এলওআই) প্রদান করা হয়। এর মধ্যে একটি প্রতিষ্ঠান নগদ চূড়ান্ত সনদ লাভ করে। তবে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় নগদের কার্যক্রম শুরু হয়নি এবং অন্য আবেদনকারীদের কার্যক্রমও আটকে রয়েছে, যা সরকারের ডিজিটাল ব্যাংকিং পরিকল্পনাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
কালের কণ্ঠ
কাগজশিল্পের রুগ্ণ দশায় ঝুঁকিতে লাখ কোটি টাকার বিনিয়োগ
গত চার দশকে আকাশছোঁয়া সাফল্য, স্থানীয় চাহিদা পূরণ করে আমদানিনির্ভর খাতটি এখন রপ্তানিনির্ভর। তবে গ্যাস-বিদ্যুৎ, কাঁচামাল, ডলার ও ঋণ সংকটে এক লাখ কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা কাগজশিল্প এখন রুগ্ণ হওয়ার পথে। অভ্যন্তরীণ ও রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারিয়ে বর্তমানে চরম দুর্দশায় পড়েছে শিক্ষা-সংস্কৃতির বিকাশে অবদান রাখা খাতটি।
কাগজশিল্পের উদ্যোক্তারা বলছেন, আশির দশকে দেশীয় কাগজশিল্পের বিকাশ শুরু হলেও নব্বইয়ের দশকে বড় বড় শিল্প গ্রুপ এই খাতে বিনিয়োগের আসায় কাগজশিল্প স্বয়ংসম্পূর্ণ হয়।
সমকাল
ট্রাম্পের আদেশের বড় ধাক্কা বাংলাদেশে, ঝুঁকিতে লাখো মানুষ
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের চেয়ারে বসেই বিদেশে সরকারি খরচে লাগাম টানেন। সেই পটভূমিতে যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) রোহিঙ্গা সহায়তা ছাড়া বাংলাদেশের বাকি সব কার্যক্রম আপাতত তিন মাসের জন্য গুটিয়ে নিয়েছে। এক সপ্তাহ আগের এই আদেশের প্রভাব বাংলাদেশে পড়তে শুরু করেছে। ইতোমধ্যে ইউএসএআইডির অর্থায়নে চলমান প্রকল্পের কাজ বন্ধ বা স্থগিত করা হয়েছে। খাদ্য নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, গণতন্ত্র ও শাসন ব্যবস্থা, পরিবেশ, জ্বালানি এবং মানবিক সহায়তা কার্যক্রমও গতি হারিয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান দিয়েছে কর্মী ছাঁটাইয়ের নোটিশ।
উচ্চ মূল্যস্ফীতিসহ নানা কারণে চাপে থাকা বাংলাদেশকে আরও বড় ধাক্কা সামলাতে হচ্ছে। গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অর্থনীতির ক্ষতগুলো সামনে আসে, যা সামলাতে খেই হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ইউএসএআইডির কার্যক্রম বন্ধ হওয়ায় সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন খাত ঝুঁকিতে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে বিশাল জনগোষ্ঠী।
আরও পড়ুন
মানবজমিন
রাজধানীর চার গুরুত্বপূর্ণ সড়কে পৃথক দাবিতে অবরোধ-বিক্ষোভ চলছে। এর মধ্যে দুই সড়কে সকালে শুরু হওয়া বিক্ষোভ চলে রাত পর্যন্ত। এই অবরোধ আর বিক্ষোভের কারণে তীব্র যানজটে ত্রাহি অবস্থায় পড়েন নগরবাসী। ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিল যানবাহন। হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়েছে মানুষকে। মানুষের এই দুর্ভোগ লাঘবে কোনো পক্ষকেই দায়িত্বশীল ভূমিকায় দেখা যায়নি। এ কারণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। নগর জুড়ে দাবি আদায়ের এমন মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন কেউ কেউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
সাত দফা দাবি আদায়ে হাতে স্যালাইন, ভাঙা হাতে-পায়ে লোহার খাঁচা লাগিয়ে, ক্রাচে ভর করে শ্যামলী শিশুমেলা মোড়ের মূল সড়কে অবস্থান নিয়েছিলেন জুলাই-আগস্টের আন্দোলনে আহতরা। শনিবার সন্ধ্যা থেকে প্রথমে হাসপাতালের অভ্যন্তরে পরে হাসপাতালের সামনের রাস্তায় রাতভর অবস্থান নিয়েও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না আসায় গতকাল সকাল ১১টার দিকে শিশুমেলায় অবস্থান নিয়ে আশপাশের সড়কের যানচলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন তারা। এতে স্থবির হয়ে পড়ে গাবতলী, মিরপুর, কল্যাণপুর, আগারগাঁও, মোহাম্মদপুর, আদাবর, ধানমণ্ডিসহ ঢাকার বেশির ভাগ এলাকা। সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করায় রাতে এ রিপোর্ট লেখার সময় শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন আহতরা।
কালের কণ্ঠ
দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান করে, অর্থনীতির চাকা সচল রেখেও এখন সবচেয়ে অসহায় দেশের ব্যবসায়ী-উদ্যোক্তারা। ধারদেনা করে কিংবা সারা জীবনের সব পুঁজি ব্যবসা বা শিল্পে খাটিয়ে, সেখানকার আয়ের একটি বড় অংশ সরকারকে কর দিয়েও শেষ রক্ষা হচ্ছে না তাঁদের। নানান ছুতায় সব সরকারের সময়ই ‘শিকার’ বানানো হয় ব্যবসায়ীদের। যে সরকারই ক্ষমতায় আসে, ব্যবসাকে জিম্মি করে নিজেদের স্বার্থে তাঁদের ব্যবহার করে।
যুগান্তর
রাজধানীর কামরাঙ্গীরচরে ভয়ভীতি দেখিয়ে দখল-চাঁদাবাজির রাজত্ব কায়েম করছে হাজি মো. মনির হোসেনের নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী বাহিনী। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক। ব্যক্তিস্বার্থে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার কমিটি দখলসহ বিভিন্ন ধরনের চাঁদাবাজি-দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছে চক্রটি। এছাড়া হাট-বাজার, মেলা, নৌকাঘাট, কলকারখানা, ভবনমালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে জিম্মি করে মাসে প্রায় কোটি টাকার চাঁদা আদায় করা হচ্ছে। সবকিছু মিলিয়ে রীতিমতো ‘ঘুম হারাম’ এলাকাবাসীর। স্থানীয়দের সঙ্গে আলাপ করে এবং যুগান্তরের নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।
আজকের পত্রিকা
৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি, এলাকা গোছাচ্ছেন ছাত্রনেতারা
গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটানোর পর নতুন রাজনৈতিক দল গড়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থী ও তরুণেরা। চলতি মাসের মাঝামাঝি এ দলের আত্মপ্রকাশ ঘটবে। দল গঠনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। তাঁদের লক্ষ্য প্রাথমিকভাবে ১০০টি আসনে তরুণ নেতা তুলে আনা। এ লক্ষ্য পূরণে নতুন রাজনৈতিক দলে থাকবেন এমন নেতারা স্থানীয় পর্যায়ে নিয়মিত যাচ্ছেন এবং সভা-সমাবেশে অংশ নিয়ে স্থানীয় তরুণ ও যুবসমাজকে সংগঠিত করার চেষ্টা করছেন।
গণ-অভ্যুত্থানের পরপরই নতুন দল গঠনে কাজ শুরু করে জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন দলের নাম, গঠনতন্ত্র, নেতৃত্ব নিয়ে শেষ মুহূর্তের আলোচনা চলছে এখন। প্রাথমিকভাবে দলের শতাধিক নামের প্রস্তাব পেলেও সেই তালিকা সংক্ষিপ্ত করে এনেছেন তাঁরা। গঠনতন্ত্র প্রণয়নের ক্ষেত্রেও অনেক দূর এগিয়েছেন। নেতৃত্ব নিয়ে নানা আলোচনা থাকলেও নাহিদ ইসলামকে দলের মূল নেতৃত্বে দেখা যেতে পারে।
প্রথম আলো
‘নাদুসনুদুস’ মানেই সুস্বাস্থ্য নয়
শিশুটির বয়স ছয় বছর হলেও একই বয়সের অন্য শিশুদের তুলনায় তাকে শারীরিকভাবে বেশ বড় দেখায়। বয়স অনুযায়ী ওজনও বেশি। শিশুটির মা বলছিলেন, জন্মের সময়ই বেশ ‘নাদুসনুদুস’ ছিল তাঁর মেয়ে। এক বছর বয়স থেকে মিষ্টিজাতীয় খাবারের প্রতি ঝোঁক বাড়তে শুরু করে। এখন প্রায় প্রতিদিনই দোকান থেকে চকলেট, বিস্কুট, কেক এবং কোমল পানীয় কিনে খাওয়াতে হয়।
শিশুর মা জানান, তাঁদের সন্তানের মাথা ও শরীর অতিরিক্ত ঘামতে থাকে। অতিরিক্ত ওজনের কারণে পা ব্যথা করে। শিশু চিকিৎসকেরা স্বাস্থ্যঝুঁকি রোধে দ্রুত সন্তানের ওজন কমানোর পরামর্শ দিয়েছেন।
সমকাল
ক্রিকেটবিশ্বে দেশকে লজ্জায় ফেলেছে বিপিএল
বিসিবি ও সরকার থেকে বলা হয়েছিল, সেরা বিপিএল হবে এবার। বিদেশ থেকে বৈশ্বিক তারকা উড়িয়ে এনে বিপিএলকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম। তাঁর সে স্বপ্ন মাঠে মারা গেছে অঙ্কুরেই। বিদেশি তারকা দূরে থাক, দেশের বড় কোনো তারকাকে দেখা যায়নি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তবে নেতিবাচক প্রচারের দিক থেকে এবারের বিপিএল সেরা। বিপিএলকে জাঁকজমক করতে হলে যে রকম দক্ষ সংগঠকের প্রয়োজন ছিল, বিসিবির বর্তমান কমিটিতে তা নেই। যে কারণে ফারুক নিজেই বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। সদস্য সচিব নাজমুল আবেদীন টুর্নামেন্টের বেশির ভাগ ঘটনার খোঁজই রাখেন না। বর্ষীয়ান এ পরিচালকের কাছে কোনো তথ্য জানতে চাইলে বেশির ভাগ সময়ই বলেন, ‘আমি তো জানি না।’ অথচ গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে বিপিএলের সব তথ্য তাঁর নখদর্পণে থাকার কথা।
কালের কণ্ঠ
যুদ্ধদাস বেচে দালালদের অট্টালিকা
দেশ থেকে নিরীহ ব্যক্তিদের রাশিয়ায় পাঠিয়ে যুদ্ধদাস বানানোর কারিগর এম এম আবুল হাসান। ইউরোপের উন্নত দেশে নির্ভার জীবনযাপনের স্বপ্ন দেখিয়ে মূলত টাকার কল খুলে বসেন পতিত আওয়ামী লীগের এই নেতা। মানুষ বেচে তিনি বনে গেছেন অঢেল সম্পদের মালিক। নড়াইলের কালিয়ায় বানিয়েছেন তিনতলা অট্টালিকা।
ইউপি নির্বাচনে অংশ নিয়ে কোটি টাকা ঢেলেছেন। এলাকার মানুষের কাছে ‘দানবীর’ পরিচিতি পাওয়া হাসান মূলত রাশিয়ায় মানবপাচারের মূল হোতা।
কালবেলা
রপ্তানিমুখী বিভিন্ন শিল্পে বন্ডেড সুবিধা (রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে উপকরণ/কাঁচামাল এবং প্যাকিং সামগ্রী আমদানির সুবিধা) দেয় সরকার। কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী, পোশাক শিল্প বাদে বন্ডেড সুবিধায় উৎপাদিত পণ্য দেশের বাজারে বিক্রির সুযোগ নেই। তবে এই নিয়ম ভেঙে বন্ডেড সুবিধায় উৎপাদিত পণ্য দেশে বিক্রির আবদার জানিয়েছে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএমআই। প্রতিষ্ঠানটি বলছে, দেশে তাদের উৎপাদিত পণ্যের চাহিদা রয়েছে এবং আর কোনো প্রতিষ্ঠান তা উৎপাদন করে না, আমদানি করে মেটানো হয় চাহিদা। ফলে তাদের পণ্য দেশে বিক্রির সুযোগ দেওয়া হলে অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, দেশের স্বাস্থ্য খাতে নিজেদের একক আধিপত্য তৈরির জন্য নিয়ম ভাঙার আবদার করছে জেএমআই।
এদিকে, জেএমআই তাদের উৎপাদিত শতভাগ রপ্তানিমুখী পণ্য দেশের বাজারেও দেদার বিক্রি করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, স্বাস্থ্য খাতে জেএমআইর যে প্রভাব রয়েছে, তার জোরেই প্রতিষ্ঠানটি তাদের রপ্তানিমুখী পণ্য অনৈতিকভাবে দেশের বাজারে বিক্রি করছে। এতে আমদানি করে আনা পণ্য অবিক্রীত থেকে যাচ্ছে। ক্ষতির মুখে পড়ছেন অনেক ব্যবসায়ী।
এছাড়া স্বামীর কিডনি বিক্রি করিয়ে টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী; তিন কিস্তিতে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি রাজশাহীর; ৯০০ কোটি টাকা বিনিয়োগ করে এখমাথায় হাত—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।