আগামী বছর থেকে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা বিশ্ব ইজতেমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গীর ইজতেমা ময়দানে করতে পারবেন না। এমন শর্ত সামনে রেখে ইজতেমা করতে রাজি হয়েছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে সই করেছেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ শাখার উপসচিব আবু সাইদ৷

পরিপত্রে বলা হয়েছে, এ শর্ত পূরণ সাপেক্ষে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি তারা ইজতেমা করতে পারবেন।

পরিপত্রে আরও বলা হয়েছে, তাবলীগ জামাত বাংলাদেশের শূরায়ে নেজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জুবায়ের সাহেব) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি তারিখ সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সা'দ সাহেবের অনুসারীরা) এর বিশ্ব ইজতেমার ২য় পর্ব আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বাদ মাগরিব মাওলানা সা'দ সাহেবের অনুসারীগণ ইজতেমা ময়দান প্রশাসনের নিকট হস্তান্তর করবেন।

তবে তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সা'দ সাহেবের অনুসারী) আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গীর ইজতেমা ময়দানে করতে পারবেন না। এ শর্ত পূরণ সাপেক্ষে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা করতে পারবেন। আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান  শূরায়ে নেজামের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে একপেশি বলে মন্তব্য করেছেন সাদ কান্ধলভির অনুসারীরা৷ তারা বলছেন- আমাদের বাধ্য করা হচ্ছে এ সিদ্ধান্ত মেনে নিতে৷ আমাদের সঙ্গে জুলুম করা হচ্ছে৷ সরকার যোবায়ের পন্থীদের সংযত করতে না পারায় আমাদের সঙ্গে এমন বৈরী আচরণ করছে৷ আমরা শর্ত সাপেক্ষে ইজতেমায় রাজি হয়েছি৷ আল্লাহ চাইলে এ সমস্যার সমাধান হবে। ফায়সালা আসমানের মালিকই করবেন৷

এমএম/এমএন