আখেরি মোনাজাত : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহন কম
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ। এরমধ্যে দিয়ে তুরাগ তীরে আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের যাবতীয় কার্যক্রম মেষ হবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে মোনাজাত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে এরইমধ্যে টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। তবে ঢাকা-ময়মমসিংহ মহাসড়কের উত্তরার হাউজ বিল্ডিংয়ের পর থেকে সীমিত পরিসরে যানবাহন চলাচল করছে।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা গেছে, সড়কে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কম। উত্তরার হাউজ বিল্ডিং থেকে শুরু করে আব্দুল্লাহপুর, টঙ্গী, স্টেশন রোড, কলেজ গেট, গাজীপুরা, তারগাছ এলাকা পর্যন্ত কমসংখ্যক গণপরিবহন চলাচল করছে৷ তবে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেলের চলাচল বেশি।
বিজ্ঞাপন
সড়কে চলাচলকারী আজমেরী গ্লোরী পরিবহনের চালকের সহকারী আজিমউদ্দিন বলেন, যাত্রী কম৷ রাস্তাও ফাঁকা৷ মোনাজাতের জন্য অনেকেই গাড়ি বের করে নাই৷ তবে বেলা বাড়লে গাড়ির পরিমাণ বাড়বে৷ সকালে আমরা ভেবেছিলাম, গাড়ি চলাচল বন্ধ। তবে এখন দেখছি রাস্তা খোলা।
আরও পড়ুন
অন্যদিকে, মাওলানা জুবায়ের অনুসারীর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত মাওলানা জুবায়ের পরিচালনা করবেন।
প্রথম পর্বে তাবলীগ জামায়াতের মুসল্লিদের সঙ্গে আখেরি মোনাজাতে আনুমানিক ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।
এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। ওই পড়বে অংশ নেবেন মাওলানা সাদ অনুসারীর মুসল্লিরা। পরে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।
আরএইচটি/এমএন