দেশব্যাপী পলিথিন বিরোধী ব্যাপক অভিযানের মধ্যেই ইজতেমার মাঠে বিভিন্ন পণ্যের মোড়ক দিয়ে তৈরি প্লাস্টিকের ব্যাগ বিক্রির ধুম পড়েছে।

প্রথম পর্বের ২য় ধাপের আখেরি মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিরা প্লাস্টিকের এসব ব্যাগ কিনছেন। মাঠের ভেতরে জায়গা না থাকায় সড়কে, ফুটপাতে প্লাস্টিকের ব্যাগ বিছিয়ে আগেভাগেই জায়গা নিশ্চিত করছেন মুসল্লিরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সরেজমিনে ঘুরে দেখা যায়, বিভিন্ন গেটে এবং সড়কে বিভিন্ন বয়সী প্লাস্টিকের ব্যাগ বিক্রেতারা দাঁড়িয়ে আছেন। কারো মাথায় বা হাতে প্রিন্ট করা বিভিন্ন পণ্যের প্যাকেজিংয়ের কাজে ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ। বিভিন্ন বিক্রেতারা বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। কেউ বিক্রি করছেন ১টি ১০ টাকা এবং কেউ আবার বিক্রি করছেন ৩টি ২৫ টাকা দামে।

সোহানুর নামের এক বিক্রেতা বলেন, এবার বিক্রি কম। প্রথম বারের আখেরি মোনাজাতের দিন এক বেলাতেই ৫ হাজার টাকার প্লাস্টিকের ব্যাগ হয়েছে। তবে আজকেও মোটামুটি বিক্রি হচ্ছে। সকাল থেকে ২০০ পিস বিক্রি করেছি। এখানে বসা যাচ্ছে না। মাথায় বা হাতে নিয়ে ঘুরতে হচ্ছে। একজায়গায় বসতে পারলে আরও ভালো বিক্রি হতো।

আব্দুর রহমান নামের আরেক বিক্রেতা বলেন, যারা মাঠের ভেতরে জায়গা পায় না তারা আমাদের কাছ প্লাস্টিকের ব্যাগ কিনে সড়কে বা মাটিতে বিছিয়ে বসেন। দাম মাত্র ১০ টাকা করে৷ সকাল থেকে ১০০ পিসের বেশি বিক্রি করেছি।

অপরদিকে, এরই মধ্যে ইজতেমার মাঠসহ আশপাশের এলাকায় মানুষের তিলধারণের জায়গা নেই৷ দুপুর ১২টা থেকে ১টার মধ্যে মোনাজাত হওয়ার কথা রয়েছে। ১ম পর্বের ন্যায় এবারও মাওলানা জুবায়ের অনুসারীর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত মাওলানা জুবায়ের পরিচালনা করবেন।

এর আগে, গত ৩১ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার বিশ্ব ইজতেমার প্রথম এবং দ্বিতীয় পর্ব পরিচালনা এবং অংশগ্রহণ করেছেন শূরায়ে নেজাম অনুসারীরা মুসল্লিরা। ২ ফেব্রুয়ারি সকাল ৯টা ১১ মিনিটে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ জোহর আম বয়ানে শুরু হয় দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শূরায়ে নেজাম অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা। 

প্রথম পর্বে তাবলীগ জামায়াতের মুসল্লিদের সঙ্গে আখেরি মোনাজাতে আনুমানিক ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। 

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পড়বে অংশ নেবেন মাওলানা সাদ অনুসারীর মুসল্লিরা। পরে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। 

আরএইচটি/এমএন