দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) বর্তমান সভাপতি উপ পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামসহ ৭ উপ-পরিচালক ও একটি সহকারী পদে রদবদল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুদক পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশ অনুসারে উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাতকে চট্টগ্রাম-১ থেকে ঢাকা-১ এর সমন্বিত জেলা কার্যালয়ে এবং উপপরিচালক সৈয়দ নজরুল ইসলামকে ঢাকা-১ এর সমন্বিত জেলা কার্যালয় থেকে নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে।

অন্যদিকে আদেশে প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (মানিলন্ডারিং) গুলশান আনোয়ার প্রধানকে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে এবং কক্সবাজারের উপপরিচালক সুবেল আহমেদকে চট্টগ্রাম-১ এর সমন্বিত জেলা কার্যালয়ে আর নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়ের মো. মাহফুজ ইকবালকে প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন যশোর সমন্বিত জেলা কার্যালয় বদলি করে যশোরের মো. আল আমিন প্রধান কার্যালয়ের প্রতিরোধ শাখা দেওয়া হয়েছে।

এদিকে সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনকে কক্সবাজার থেকে চট্টগ্রাম-১ অফিসে বদলি করা হয়েছে।

আরএম/এসএম