৬৯ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠাবে না সৌদি
বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠাবে না দেশটি। তবে সৌদির চাওয়া বাংলাদেশ সরকার যেন ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নের জন্য আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছি। তবে তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে না সৌদি আরব।
বিজ্ঞাপন
তিনি বলেন, এটা খুব স্পর্শকাতর একটি বিষয়। তারা (রোহিঙ্গারা) বাংলাদেশি পাসপোর্টধারী, তাদের পাসপোর্ট নবায়নের জন্য আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে আসছি। আমরা তাদের ফেরত পাঠাবো না, শুধু আইনি প্রক্রিয়ার জন্য পাসপোর্ট নবায়নের অনুরোধ জানিয়েছি।
আসন্ন রমজান উপলক্ষ্যে বাংলাদেশকে ১০০টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব। বাংলাদেশ সরকারের প্রতিনিধির কাছে আনুষ্ঠানিকভাবে খেজুর হস্তান্তর করেছে সৌদি দূতাবাস।
এনআই/এআইএস