রাজধানীর কাওরান বাজার গোল চত্বরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাসুদ রানা (৩৬) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

মাসুদ রানাকে হাসপাতালে নিয়ে আসা প্রাইভেটকার চালক সাকিব বলেন, মাসুদ ভাইয়ের মিরপুর সেনপাড়া এলাকায় একটি অটোমোবাইল পার্টসের দোকান রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমরা ধোলাইখাল থেকে মোটর পার্টস কিনে ফেরার পথে কাওরানবাজার সিগনালে পড়ি। মাসুদ ভাই প্রাইভেটকারের সামনে সিটের বাম পাশে বসা ছিলেন। জানালা দিয়ে তার মোবাইল টান দিলে ছিনতাইকারীর হাত ধরে ফেলেন তিনি। এ সময় ছিনতাইকারী মাথায় ও গলায় ছুরি ঢুকিয়ে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কাওরান বাজার থেকে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে এক অটোমোবাইল পাস ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। গুরুতর ওই ব্যবসায়ীর বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে। তার মাথায় ও গলার বাম পাশে গুরুতর রকমের আঘাতের চিহ্ন রয়েছে।

এসএএ/এএমকে