গাজীপুরে বন্ধ হওয়া কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ ও কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান ও সেক্রেটারি জেনারেল কে. এম. বিল্লাল হোসাইন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিগত ৬ মাসে গাজীপুরে ৫২টি শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে ৪১টি স্থায়ীভাবে আর ১১টি অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আগামী মে মাস থেকে কেয়া গ্রুপের আরও ৭টি কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। বন্ধ হয়ে যাওয়া কারখানার অর্ধ লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে মানবেতর দিনযাপন করছেন। বন্ধ হওয়া কারখানার শ্রমিকরা কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করে অতি দ্রুত কর্মহারা শ্রমিকের বেতন ভাতা পরিশোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সঙ্গে সঙ্গে প্রায় ৫০ লাখ শ্রমিকের নতুন কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। 

তাছাড়া, দেশকে গতিশীল ও দেশের অর্থনীতিকে সচল রাখতে আর কোনো শিল্পকারখানা যেন বন্ধ না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে।

ওএফএ/জেডএস