আয়নাঘর উন্মোচন ও গুমের বিচার দাবিতে র্যাব-১ এর সামনে অবস্থান
রাজধানীর উত্তরার র্যাব-১ কার্যালয়ের সামনে বিগত সরকারের ‘আয়নাঘর’ উন্মোচন ও জড়িতদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে কাউন্সিল অ্যাগেইনস্ট ইনজাস্টিস (সিএআই) নামে একটি সংগঠন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার থেকে সিএআই'র ৩০-৪০ নেতা-কর্মী এ অবস্থান কর্মসূচি পালন করেন।
বিজ্ঞাপন
এতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম, যুগ্ম আহ্বায়ক মো. রিজওয়ান ও শাহ জামাল সজীব।
অবস্থান কর্মসূচি থেকে সংগঠনের নেতারা বলেন, র্যাব দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী এবং তাদের পরিবারকে যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান করতে হবে। জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকারের বিরুদ্ধে সংঘটিত অপরাধসংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ত্বরিত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
বিজ্ঞাপন
এ বিষয়ে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম বলেন, তারা র্যাব-১ এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা ‘আয়নাঘর’ দেখতে চান এবং গুমসহ বিভিন্ন বিষয়ের বিচার দাবি করছেন। তাদের আমরা অনুরোধ করে বলেছি যে, আপনাদের অবস্থান কর্মসূচির কারণে আমাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা সাধারণ মানুষের নিরাপত্তায় যে কাজ করি সেই কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা অনুরোধ করেছি যে আপনারা অবস্থান কর্মসূচি পালন করেন তাতে সমস্যা নেই, গেটের পাশে করেন যাতে আমরা কার্যক্রম ঠিকভাবে চালাতে পারি। তারা যে দাবি করছেন সেটা র্যাব-১ এর পক্ষে মিট করা সম্ভব নয়। কারণ আমাদের সেই অথরিটি নেই। এই বিষয়গুলা দেখবে গুম কমিশন এবং সরকার।
জাহিদুল করিম বলেন, আমাদের প্রধান ফটক দিয়ে গাড়ি বের হতে পারছে না। ছিনতাইসহ রাতের বেলায় যে-সব অপরাধ সংঘটিত হয় সেগুলো প্রতিরোধে টহল কার্যক্রম পরিচালনা করি আমরা। এখন আমাদের গাড়ি বের হতে পারছে না আমাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এমএসি/এমএন