দুদিন বন্ধ থাকার পর আজ (বৃহস্পতিবার) থেকে অভ্যন্তরীণ রুটে দুই ইঞ্জিনের দূরপাল্লার লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সমন্বয় কর্মকর্তা মো. সেলিম শেখ ঢাকা পোস্ট এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশ উপকূল অতিক্রম করে ভারতে চলে যাওয়ায় এ অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। সেলিম শেখ বলেন, দূরপাল্লার দুই ইঞ্জিনের লঞ্চ চলাচল করতে পারবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এক ইঞ্জিনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে। 

এদিকে বৃহস্পতিবার বিকেল থেকে দূরপাল্লার দুই ইঞ্জিনের লঞ্চগুলো ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।

গত মঙ্গলবার (২৫ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সারাদেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। তবে ফেরি চলাচল স্বাভাবিক ছিল।

ঘূর্ণিঝড় ইয়াসের সর্বশেষ পরিস্থিতি

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে ডামরার উত্তর এবং বালাশোরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে।

এটি পরবর্তীতে স্থলভাগের উপর দিয়ে আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে প্রবল ঘূর্ণিঝড়, পরে ঘূর্ণিঝড় এবং গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ (২৭ মে) সকাল ৬টায় ভারতের ওড়িশা ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছিল। এটি স্থলভাগের উপর দিয়ে আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

পিএসডি/এসএইচআর/এসএসএইচ