পা‌কিস্তান হাইক‌মিশনের এজেন্ট দা‌বি ক‌রে বিভিন্ন প্রতারক চক্র অনলাইনে ভিসা সেবা দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। এ পরিপ্রেক্ষিতে প্রতারক‌দের কাছ থে‌কে ভিসা আবেদনকারী‌দের সতর্ক থাক‌তে ব‌লে‌ছে হাইক‌মিশন।

বৃহস্প‌তিবার (২৭ মে) ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ সতর্কবার্তা দেওয়া হ‌য়ে‌ছে।

এতে বলা হ‌য়ে‌ছে, কিছু ব্যক্তি এবং গোষ্ঠী নিজেদের ঢাকার পাকিস্তান হাইকমিশনের অনুমোদিত এজেন্ট হিসেবে দাবি করছে বলে হাই কমিশনের নজরে এসেছে। 

এটি স্পষ্ট করে বলা যাচ্ছে যে, ঢাকার পাকিস্তান হাইকমিশন কখনও কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আবেদনকারীদের পক্ষে ভিসার জন্য আবেদন করার অনুমতি দেয়নি। সে কারণে ভিসা আবেদনকারীদের এই ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক বিপথগামী না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।

হাইক‌মিশন জানায়, পাকিস্তান সরকারের একটি অফিসিয়াল ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল রয়েছে। এর মাধ্যমে নির্দেশিকা দেখে অনলাইনে পাকিস্তানি ভিসার জন্য আবেদনপত্র জমা দেওয়া যায়।

এনআই/আরএইচ