পিকআপের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় পিকআপের ধাক্কায় সাদ্দাম হোসেন (২৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে মৃত্যু হয়।
বিজ্ঞাপন
তিনি কেরানীগঞ্জ থানার নিশানবাড়ী এলাকার বাসিন্দা। তার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা এলাকায়। নিহত সাদ্দাম দুই মেয়ের জনক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাদ্দামকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোকাররম হোসেন জানান, আমি আর সাদ্দাম একসঙ্গে ভ্যানে করে বালি ও ইটের খোয়া আনা-নেওয়ার কাজ করি। সকালে আমরা ঘাটারচর এলাকা থেকে কাজে যাওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ধাক্কা দেয়। এতে সাদ্দাম গুরুতর আহত হয়।
পরে তাকে ঘাটারচর এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ঘাতক ট্রাক সবজি আনা-নেওয়া করত। আমরা ওই সবজির মহাজনের সঙ্গে যোগাযোগ করেছি এবং তার মৃত্যুর সংবাদও দেওয়া হয়েছে।
এসএএ/এমজে