৭৯ নতুন বইয়ে জমজমাট ১৮তম দিনের বইমেলা
অমর একুশে বইমেলার ১৮তম দিন আজ৷ ফাল্গুনের পড়ন্ত বেলায় মনের খোরাক মেটাতে নতুন বইয়ের ঘ্রাণ নিতে বইমেলায় ঢল নামে বিভিন্ন বয়সী মানুষের৷ এসব পাঠকদের জন্য বরাবরের মতো আজও প্রকাশিত হয়েছে গল্প, কবিতা, উপন্যাসসহ মোট ৭৯টি বিভিন্ন ধরনের নতুন বই।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা জানান, আজ (মঙ্গলবার) মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বেলাশেষের শহীদ কাদরী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন তারানা নূপুর। আলোচনায় অংশ নেন শামস আল মমীন এবং আহমাদ মাযহার। সভাপতিত্ব করেন হাসান হাফিজ।
সভাপতির বক্তব্যে হাসান হাফিজ বলেন, বাংলা সাহিত্যের উজ্জ্বল ও প্রতিভাবান কবি শহীদ কাদরী স্বতন্ত্র কাব্যভাষা নির্মাণের ক্ষেত্রে একজন পথিকৃতের ভূমিকা পালন করেছেন। তার কবিতার বিষয় ও আঙ্গিক উভয়ই সমান গুরুত্বপূর্ণ। বাংলা কাব্যজগতে তার কবিতা নিঃসন্দেহে চিরস্থায়ী আসনে অধিষ্ঠিত থাকবে।
বিজ্ঞাপন
এ ছাড়া লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি হাসান হাফিজ এবং গবেষক খান মাহবুব।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মো. ফজলুল হক এবং কবি আশিকুল কাদির। এ ছাড়া ছিল মো. মিজানুর রহমানের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা এবং সবুজ শামীম আহসানের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘কৃষ্টিবন্ধন’ এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী নোশিন তাবাসসুম স্মরণ, মো. মমিনুল ইসলাম, মনিরুল ইসলাম, মো. আলতাফ হোসেন, রুশিয়া খানম এবং আজিজুল হক খান।
বুধবার যা থাকছে বইমেলায়
আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার ১৯তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ : রোকনুজ্জামান খান দাদাভাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন জুলফিকার শাহাদাৎ।
আলোচনায় অংশগ্রহণ করবেন শাহাবুদ্দীন নাগরী এবং সভাপতিত্ব করবেন সৈয়দ মোহাম্মদ শাহেদ।
আরএইচটি/এমজে