দুদকের মামলা
সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীরের ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ
প্রায় ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
মামলার এজাহারে বলা হয়, সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলম ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১৩ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৭৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তার নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১৭ কোটি ২৩ লাখ ২৫ হাজার ৯৩৬ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। যার বিপরীতে ৩ কোটি ৪৭ লাখ ৪১ হাজার ১৮৬ টাকার বৈধ উৎস পাওয়া যায়। ওই সম্পদের বৈধ উৎস না পাওয়ায় তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞাপন
২০২৩ সালের অক্টোবরে জাহাঙ্গীর আলম স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হন। গত ২০ আগস্ট তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। একই মাসের ২৮ অক্টোবর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।
জাহাঙ্গীর আলম একসময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ ছিলেন। তিনি সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের চেয়ারম্যানসহ বিভিন্ন কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে তিনি সচিব পদে পদোন্নতি পান।
জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিসিএস একাদশ ব্যাচে প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৩ সালে চাকরিতে যোগ দেন।
আরএম/এআইএস