রাজধানীর হাতিরঝিল থানার মহানগর বাস স্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রায়হান জাবির (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সে দক্ষিণ বনশ্রী মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টায় তার মৃত্যু হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু ইনসা আবির সানি বলেন, বিকেল ৪টার দিকে হাতিরঝিল থানার মহানগর বাস স্ট্যান্ড এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক রায়হানকে ধাক্কা দেয়। পরে আমরা খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রায়হান। সে রামপুরা দক্ষিণ বনশ্রী এলাকায় পরিবারের সঙ্গে থাকত।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাতিরঝিল থেকে আহত অবস্থায় এক স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে মারা যায় সে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/এসএসএইচ