সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আসাদগেটে সড়কের এক পাশ অবরোধ করে রেখেছিল শিক্ষার্থী ও সাধারণ জনতা। ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের আশ্বাসে তিন ঘণ্টা পর দুপুর ২টার দিকে সড়ক ছেড়েছেন তারা।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ছাত্র-জনতা আজকে যে বিষয়টি নিয়ে এখানে বসেছিল আমরা তাদের সঙ্গে একই সুর মিলিয়েছি। আমরা ধর্ষণ সংক্রান্ত বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেব। যেকোনো ধরনের মামলা বা যেকোনো ধরনের অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। শিক্ষার্থীদের আমরা এই আশ্বস্ত করেছি। ভবিষ্যতে আমরা একসঙ্গে ধর্ষকের বিরুদ্ধে কাজ করব।

এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নিউমার্কেট-মিরপুর সড়কের আসাদগেট এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধে বাংলাদেশ ইউনিভার্সিটি, মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা ও এলাকার জনতা অংশ নেন। প্রথম দিকে আসাদগেটের পুরো সড়ক অবরোধ করা হয়। পরে তালুকদার ফিলিং স্টেশনের সামনের এক পাশে অবস্থান নেন তারা। এসময় তারা ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও প্রকাশ্যে বিচার দাবি করেন।

এদিকে, একই দাবিতে আজ তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ সমাবেশ করেছেন। দুপুরে তিতুমীর কলেজ ক্যাম্পাসের মূল ফটকের সামনে তারা এ সমাবেশ করেন। শিক্ষার্থীদের দাবি, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণসহ ডাকাতি, গুম, খুনের সংখ্যা লাগাতার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী এসব অপরাধীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হচ্ছে।

এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের শাস্তির আওতায় আনা না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এমএসআই/এমএ