রাজধানীর কামরাঙ্গীরচরের আলিনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিপন (৩৫) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা বাড়ির মালিক সাদ্দাম হোসেন জানান, কামরাঙ্গীরচরের আলিনগর খালপাড়ে টিনশেডের বাসা আমার। সোমবার সকালের দিকে ৩ হাজার টাকা চুক্তিতে ওই রংমিস্ত্রিকে ঘরের রং করার কাজ দিয়েছিলাম। পরে সন্ধ্যার দিকে ঘরে রঙের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়ে রিপন। আমি বিষয়টি জানতে পেরে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই।

পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান— ওই ব্যক্তিটি আর বেঁচে নেই।

তিনি আরও জানান, নিহত ওই রংমিস্ত্রির নাম ছাড়া আর কিছুই জানি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই রংমিস্ত্রির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এমজে