তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বনানীর ব্লক আই-এর একটি স্পট থেকে ৭টি প্লাস্টিকের কয়েল পাইপের মাধ্যমে অবৈধভাবে স্থাপিত গ্যাস সংযোগের এক ইঞ্চি ব্যাসের বিতরণ লাইন স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। পরবর্তী সময়ে অবৈধ গ্যাস পাইপলাইনের উপরিস্থল সিমেন্ট বালু দ্বারা ঢালাই করা হয়। 

এ ছাড়া বিটিসিএলের এমডির কোয়ার্টারের পেছনে অবৈধভাবে স্থাপিত দুটি এক ইঞ্চি ব্যাসের প্লাস্টিক পাইপের উৎসস্থল, যা কলোনির অভ্যন্তরে ছিল তা স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া বিটিসিএল কলোনির অভ্যন্তরে কাঁচা ঘরের ৮টি অবৈধ রেগুলেটর অপসারণের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়। 

অভিযানে মোট ৯টি এক ইঞ্চি ব্যাসের পাইপলাইন বিচ্ছিন্নের মাধ্যমে আনুমানিক এক হাজার আবাসিক ডাবল বার্ণারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এক ইঞ্চি ব্যাসের ২৭৬০ ফুট প্লাস্টিক পাইপ, ৩/৪ ইঞ্চি ব্যাসের ৮ ফুট এমএস পাইপ, ৩/৪ ইঞ্চি ব্যাসের ৩০ ফুট জি আই পাইপ, ৮টি রেগুলেটর, দুটি আবাসিক সিংগেল বার্ণার, একটি আবাসিক ডাবল বার্ণার, একটি স্টার বার্ণার ও দুটি বার্ণারের ফ্রেম জব্দ করা হয়েছে।

ওএফএ/এমজে