নিজেদের আওতাধীন খালগুলোর খনন ও পরিষ্কার কার্যক্রম চলমান রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বর্তমানে মিরপুরে ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত বগার মা খালের পরিচ্ছন্ন কার্যক্রম চলমান রয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন খালগুলোর খনন ও পরিষ্কার কার্যক্রম চলমান রাখা হয়েছে। বর্তমানে মিরপুরের এলাকার খালগুলো পরিষ্কার চলছে, প্রথম ধাপে ছয়টি খাল সংস্কারের মাধ্যমে কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোর সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

জানা গেছে, ডিএনসিসি ও ডিএসসিসি এলাকার মোট ১৯টি খাল সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম ধাপে ছয়টি খাল সংস্কারের মাধ্যমে কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোর সংস্কার কাজ সম্পন্ন করা হবে। ছয়টি খালের মধ্যে রয়েছে ডিএনসিসি এলাকার চারটি খাল– বাউনিয়া, কড়াইল, রূপনগর ও বেগুনবাড়ি। অন্যদিকে ডিএসসিসি এলাকার দুটি খাল মান্ডা ও কালুনগর রয়েছে। খাল সংস্কার কার্যক্রমের মধ্যে সীমানা নির্ধারণ, খাল পরিষ্কার, পাড় সংরক্ষণসহ ব্লু নেটওয়ার্ক নির্মাণ করা হবে।

এএসএস/এসএসএইচ