করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত বছর থেকে এ পর্যন্ত বিপর্যস্ত সময় অতিবাহিত করছেন দেশের নিম্ন আয়ের মানুষ। এ দুর্যোগ মোকাবিলায় রাইট টু পিস (আরটুপি) জনসচেতনতা সৃষ্টি থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তায় প্রথম থেকে কাজ করছে।

ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ঠাকুরগাঁও, চাঁদপুরসহ দেশব্যাপী এ উদ্যোগে দুর্দশাগ্রস্ত অনেক পরিবারের পাশে অন্তত একমাসের (রমজান) খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছিলেন আরটুপির তরুণরা। তারা সারা দেশে তহবিল গঠনে কাজ করেছেন।

স্বেচ্ছাসেবকদের প্রত্যক্ষ সহায়তায় সমাজের নিম্ন আয়ের মানুষ আরটুপির এ সহায়তা পেয়েছেন। যারা দুর্দশাগ্রস্ত হয়েও জনসম্মুখে প্রকাশ করতে পারেন না, তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে সহায়তা কর্মসূচিতে।

এ প্রসঙ্গে আরটুপির অনারারি চিফ পেট্রন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় এ উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে যাতে এ ধরনের জনহিতকর উদ্যোগ পরিচালনা করা যায়, সেজন্য সমাজে উচ্চবিত্ত শ্রেণিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাইট টু পিস তরুণদের দ্বারা পরিচালিত একটি গবেষণাধর্মী এবং স্বেচ্ছাসেবামূলক সংগঠন। সচেতন ও উন্নত সমাজের লক্ষ্যে তরুণদের দক্ষতা উন্নয়ন, বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি, মানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি আয়োজন করে যাচ্ছেন আরটুপির তরুণেরা। 

আরএইচ