‘আলাদিনের চেরাগ’ ইউনাইটেড গ্রুপে
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রকে নিয়েই ইউক্রেন যুদ্ধ বন্ধে একমত ইউরোপ
ট্রাম্প-জেলেনস্কির নজিরবিহীন বাগ্বিতণ্ডার পর ইউক্রেনে শান্তি ফেরানোর লক্ষ্যে তৎপর হয়েছে ইউরোপ। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপের নেতারা। তবে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই এটা করতে চান তাঁরা। এ লক্ষ্যে চার দফা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
ইউক্রেন নিয়ে আলোচনা করতে গতকাল রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সম্মেলনে বসেছিলেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা।
পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ নেতাদের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্মেলনে যোগ দিয়েছিলেন।
বণিক বার্তা
১০০ ফুট সড়কের ৭০ ফুটই ট্রাকের দখলে
রাজধানীর কারওয়ান বাজার রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কটির নাম মেয়র আনিসুল হক সড়ক। ১০০ ফুট প্রস্থের এ সড়কের প্রায় ৭০ ফুটই দখল করে আছে বিভিন্ন আকারের ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যান। দুই পাশে চার লেন করে এসব পরিবহন রাখার ফলে নিয়মিত এখানে লেগে থাকে তীব্র যানজট। আনিসুল হক সড়ক থেকে সাতরাস্তা হয়ে বেগুনবাড়ি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পার্শ্ববর্তী সড়কসহ আশপাশের কয়েক কিলোমিটার সড়কের চিত্রও একই। গতকাল সরজমিন তেজগাঁও এলাকা ঘুরে এমন চিত্রই দেখা যায়।
কালের কণ্ঠ
রাজধানীর নিকুঞ্জ এলাকায় অবস্থিত মারজান টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে চলছিল রাশিয়া গমনেচ্ছু ব্যক্তিদের বাচাই পরীক্ষা। গত ৬ ফেব্রুয়ারি ওই পরীক্ষায় অন্যদের সঙ্গে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জের সদর থানার রেহাইচর এলাকার নির্মাণ শ্রমিক নিয়ামত আলী। মাস শেষে টেনেটুনে পকেটে জোটে মাত্র ২০ হাজার টাকা। সেখানে একই ধরনের কাজ রাশিয়ায় করলে পাবেন এক লাখ টাকার বেশি।
থাকা-খাওয়া, চিকিৎসাসহ আনুষঙ্গিক সব দায়িত্ব কম্পানির। এই সুযোগ হাতছাড়া করে কে! তাই স্থানীয় দালালের এক প্রস্তাবেই রাজি হতে দুইবার চিন্তা করেননি এই তরুণ।
আজকের পত্রিকা
চলতি শিক্ষাবর্ষের দুই মাস শেষ হলেও এখনো সব বই হাতে পায়নি স্কুল শিক্ষার্থীরা। অষ্টম ও নবম শ্রেণির এবং ইবতেদায়ি পর্যায়ের কিছু বই এখনো ছাপার অপেক্ষায়। সব মিলিয়ে ৩ কোটি পাঠ্যবই ছাপা বাকি আছে, যার অধিকাংশই মাধ্যমিক পর্যায়ের। আর বিতরণ বাকি সাড়ে ৩ কোটির বেশি পাঠ্যবই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবে—এমনটাই জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। গত ৯ জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আজকের ক্যাবিনেট মিটিংয়ে পাঠ্যপুস্তক নিয়ে আলোচনা হয়েছে। ক্যাবিনেটে বলা হয়েছে যে আগামী মাসের মধ্যে সবার হাতে পাঠ্যপুস্তক দেওয়া হবে।’
দেশ রূপান্তর
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ও শীত পেরিয়ে এখন চলছে বসন্তকাল। সব ঋতুতেই আবহাওয়ার পরিবর্তন হলেও কমছে না মশার দাপট। প্রাণঘাতী এডিস মশার মধ্যেই শুরু হয়েছে কিউলিক্স মশার যন্ত্রণা। ঢাকাসহ সারা দেশে মশার উৎপাত চললেও সরকারের পক্ষ থেকে তেমন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশেষ করে সিটি করপোরেশন ও পৌর এলাকায় মেয়র এবং কাউন্সিলর না থাকায় মশক নিধন কার্যক্রমে আরও ভাটা পড়েছে।
সমকাল
কোনো রকম পুঁজি খাটাননি। শুধু কইয়ের তেলে কই ভেজেছেন আশিকুর রহমান লস্কর। বন্দরনগরী চট্টলার এই ‘অখ্যাত’ ব্যবসায়ীর কাছে জালিয়াতি যেন এক শিল্প। চাতুরী করে দেশের ব্যাংক থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণের টাকা কৌশলে পাচার করে তা দিয়ে বিদেশে গড়েছেন বাহারি সম্পদ। বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর দুবাইয়ে কিনেছেন বিলাসবহুল ৬২টি অ্যাপার্টমেন্ট ও ভিলা। দুবাইয়ে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সম্পত্তির মালিক এখন তিনি। শুধু দুবাইয়ে নয়, কানাডায়ও আছে তিনটি অ্যাপার্টমেন্ট। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে দেশের বাইরে তিনি এসব সম্পত্তি কেনেন।
বণিক বার্তা
ইসলামী ব্যাংকগুলোর পতনে ক্ষতির মুখে দেশীয় পুঁজির বিকাশ
বিশ্বে ইসলামী ব্যাংকিং ধারণাটির বাস্তব প্রয়োগ শুরু হয়েছিল আরব রাষ্ট্র মিসরে। গত শতাব্দীর ষাটের দশকে দেশটিতে গড়ে ওঠে বেশ কয়েকটি ইসলামী ধারার ব্যাংক। এ ব্যাংকগুলোর অর্থায়নে বিকাশ ঘটেছিল বিশেষ পুঁজিপতি শ্রেণীর। আর এ শ্রেণীর বিনিয়োগেই ভিত গড়েছিল মিসরীয় শিল্প।
ষাটের পর সত্তর ও আশির দশকে ইসলামী ব্যাংকিং ছড়িয়ে পড়ে পুরো মুসলিম বিশ্বে। শরিয়াহভিত্তিক এ ব্যাংক ব্যবস্থার মূলমন্ত্র ছিল—‘সম্পদ মুষ্টিমেয় লোকের হাতে কেন্দ্রীভূত হবে না’। এ মূলনীতি অনুসরণে বিনিয়োগকে প্রান্তিক পর্যায়েও ছড়িয়ে দিয়েছিল ইসলামী ব্যাংকগুলো। বাংলাদেশেও ১৯৮৩ সালে চালু হওয়া ইসলামী ব্যাংক বাংলাদেশের মূলনীতি ছিল এটি। এ কারণে ব্যাংকটির হাত ধরে দেশে গড়ে উঠেছিল কয়েক লাখ নতুন উদ্যোক্তা। একেবারে সীমিত পরিসরে কার্যক্রম শুরুর পর এ উদ্যোক্তাদের অনেকে দেশের কনগ্লোমারেটে রূপান্তর হয়েছিল। কিন্তু অতীতের সে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দেশের সর্ববৃহৎ ব্যাংকটি।
আরও পড়ুন
যুগান্তর
‘আলাদিনের চেরাগ’ ইউনাইটেড গ্রুপে
সেনানিবাসের শহিদ মইনুল হক সড়কের বাড়ি ভেঙে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উচ্ছেদের পর ইউনাইটেডে গ্রুপে জ্বলে উঠে ‘আলাদিনের চেরাগ’। যা এখনো নেভেনি-এমন মন্তব্য সংশ্লিষ্টদের। তাদের অভিযোগ-ওই বাড়ি ভাঙার নেপথ্যে বিশেষ ভূমিকা রেখেছিলেন গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মইনুদ্দীন হাসান রশীদের এক নিকটাত্মীয়। যিনি ওই সময় সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তার ছোঁয়াতেই সরাসরি হাসিনা সরকারের আশীর্বাদ পাওয়া শুরু হয়। গত সাড়ে ১৫ বছরে গ্রুপটি রীতিমতো ‘আঙুল ফুলে কলাগাছ’ বনে যায়। বিশেষ করে বিদ্যুৎ খাতে নজিরবিহীন সুযোগ-সুবিধা আদায় করে কমপক্ষে কয়েক হাজার কোটি টাকা লুটে নিয়েছে। বাড়িটি ভাঙার পুরস্কার হিসাবেই নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এসব অপকর্ম। যেখানে সরাসরি সহযোগিতা করেছেন হাসিনা ও তার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এই বিপুকে ঘুস হিসাবে নামমাত্র মূল্যে দেওয়া হয়েছে রাজধানীর ১০০ ফিট সড়কের পাশে অবস্থিত ৮০ কাঠা জমি। যার বর্তমান মূল্য দেড়শ কোটি টাকার বেশি।
কালের কণ্ঠ
পায়রা বন্দরে সরকারের গচ্চা সাড়ে ১৪ শ কোটি টাকা
তিন বছরের পায়রা সমুদ্রবন্দর প্রকল্পের কাজ ছয় বছরেও শেষ হয়নি। ফের দেড় বছর সময় চাওয়া হয়েছে। নতুন করে আরো ৯১১ কোটি টাকা আবদার করা হয়েছে। যার ফলে নির্দিষ্ট সময়ে কাজ না হওয়ায় দুই দফায় প্রকল্পটিতে এক হাজার ৪৪৫ কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে।
প্রকল্পটির দ্বিতীয় সংশোধিত ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে পাঁচ হাজার ৪২৭ কোটি ৯৪ লাখ টাকা। অর্থনীতিবিদরা বলেন, পায়রায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ ছিল একটি জবরদস্তিমূলক সিদ্ধান্ত। আঞ্চলিক রাজনীতির কারণে এটিকে গভীর সমুদ্রবন্দর বানানোর চেষ্টা হয়েছিল। এটি কখনোই গভীর সমুদ্রবন্দর হতো না।
আজকের পত্রিকা
আ.লীগ নেতার ঠিকাদারিতে ২১ সেতু, আট মাসেই ভেঙেছে ১০টি
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ২০০৮ সালে বিভিন্ন খালের ওপর নির্মাণ করা হয়েছিল ২১টি আয়রন সেতু। এই সেতুগুলো নির্মাণে ঠিকাদারির কাজ করেছিলেন হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা। গত আট মাসে এর ১০টি সেতু ভেঙে পড়েছে। এসব সেতু ভেঙে মানুষও মারা গেছে। এতে ইউনিয়নের অন্তত ৬৫ হাজার মানুষ পড়েছে ভোগান্তিতে। একই সঙ্গে বাকি সেতুগুলো দিয়ে চলাচলেও দেখা দিয়েছে আতঙ্ক।
আমতলী উপজেলা প্রকৌশল অধিদপ্তর ২০০৭-০৮ অর্থবছরে উপজেলার হলদিয়া ইউনিয়নের বিভিন্ন খালে ২১টি আয়রন সেতু নির্মাণে দরপত্র আহ্বান করে। প্রতিটি সেতুতে ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই সেতুগুলোর কাজ পান তৎকালীন হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলাম মৃধা। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে কাজগুলো বাগিয়েছিলেন তিনি এবং কাজগুলো করেছেন দায়সারাভাবে। সেতুতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে। এ প্রসঙ্গে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার বিরুদ্ধে সেতু নির্মাণের অনিয়ম তুলে ধরে প্রতিবেদন দেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।
প্রথম আলো
মেট্রোরেলে রিচার্জ সুবিধা কেন বিকাশ–রকেট–ডেবিট কার্ডে চালু হচ্ছে না
ঢাকায় মেট্রোরেল চালু হয়েছে দুই বছরের বেশি সময় পেরিয়েছে। গণপরিবহনের এই বাহনটি ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যস্ত সময়ে ভিড়ের কারণে অনেক যাত্রী উঠতেও পারছেন না। এখন দৈনিক যাত্রী সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রা অনুযায়ী এগোচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। কিন্তু এখনো টিকিট বা পাসের সরবরাহ স্বাভাবিক হয়নি।
স্থায়ী পাসে টাকা শেষ হয়ে গেলে নতুন করে টাকা ভরার জন্য (রিচার্জ) এখনো স্টেশনে গিয়ে লাইন দিতে হয়। অথচ বিশ্বের অনেক দেশেই ঘরে বসে টাকা রিচার্জ করা যাচ্ছে।
মেট্রোরেল পরিচালনায় সংশ্লিষ্টরা বলছেন, টিকিট সরবরাহ বৃদ্ধি ও ঘন ঘন ট্রেন পরিচালনা করা গেলে যাত্রী আরও বাড়বে। ঘরে বসে স্থায়ী র্যাপিড বা এমআরটি পাস রিচার্জ করা গেলে যাত্রীদের দুর্ভোগও কমে যাবে।
কালের কণ্ঠ
জুলাই গণ-অভ্যুত্থানের পর ১৮৭ জন পলাতক পুলিশ কর্মকর্তা ও সদস্যের তালিকা করেছিল পুলিশ সদর দপ্তর। তাঁদের মধ্যে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদের চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ অবস্থায় আরো কয়েকজন পুলিশ কর্মকর্তা পালিয়ে গেছেন।
দিন দিনই বাড়ছে পলাতক পুলিশ কর্মকর্তার সংখ্যা। এদিকে গণ-অভ্যুত্থানের পর গত ১ জানুয়ারি পর্যন্ত ৩০ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, যাঁদের মধ্যে হাসিনা সরকারের আমলের প্রভাবশালী কর্মকর্তারা রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
সমকাল
ঘোষণা ছাড়াই বৈকালিক চিকিৎসাসেবা বন্ধ
সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে প্রায় দুই বছর আগে বৈকালিক সেবা চালু করে সরকার। তবে ঘোষণা ছাড়াই হঠাৎ এ সেবা বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে বিপদে পড়েছেন রোগীরা। অসন্তোষ প্রকাশ করেছেন কেউ কেউ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বৈকালিক সেবা চালু হলেও প্রচারের অভাবে সেবা নিতে আসে না মানুষ। এ ছাড়া জুলাই বিপ্লবের পর অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসকদের ঢাকায় আনা হয়েছে। ফলে চিকিৎসক সংকটের কারণে এমনিতেই সেবা বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নতুন করে বৈকালিক সেবা চালু হচ্ছে না। তবে সারাদেশে রেফারেল পদ্ধতির মাধ্যমে সেবা দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
বণিক বার্তা
দেশী ঋণের পেছনেই যাচ্ছে সুদ ব্যয়ের ৮৯ শতাংশ
পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে প্রতি বছরই বড় অংকের অর্থ ব্যয় করতে হচ্ছে সরকারকে। যদিও ব্যয়ের তুলনায় রাজস্ব আয় অপর্যাপ্ত। এ অবস্থায় ঘাটতি মেটাতে বরাবরই দেশী ও বিদেশী উৎস থেকে ঋণ নিয়ে চলতে হচ্ছে। আর উচ্চ সুদহারের কারণে দেশী ঋণের সুদ পরিশোধে সরকারকে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে সুদ পরিশোধে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তার ৮৯ শতাংশই গেছে দেশী ঋণের পেছনে। অন্যদিকে উচ্চ সুদের কারণে বেসরকারি খাতও ঋণ নিয়ে বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। এ অবস্থায় সরকার নিম্ন রাজস্ব আয় ও উচ্চ ব্যয়ের একটি দুষ্টচক্রের মধ্যে পড়ে গেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
কালবেলা
পুলিশের চাকরি কাওসার রুমির জাদুর কাঠি
বাংলাদেশ পুলিশে বেশুমার দুর্নীতির জন্য কুখ্যাতি পাওয়া বহুল আলোচিত আইজিপি বেনজীর আহমেদের ‘ডানহাত’ হিসেবে পরিচিতি পান পুলিশ পরিদর্শক রুমি কাওসার ওরফে রুবেল। বেনজীরকে হাত করে তদবির বাণিজ্য, অবৈধ দখল, আর জমির দালালিতে মত্ত হয়ে কামিয়েছেন কোটি কোটি টাকা। পুলিশের পদপদবিকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে ত্রুটিযুক্ত জমি কিনে ডেভেলপারের কারবারে হাত পাকিয়েছেন তিনি। তার বিশাল বিত্তবৈভবের খবর পুলিশ সদস্যদের মুখে মুখে। তার ব্যবসায়িক অংশীদার বিতর্কিত ডিআইজি ও বাধ্যতামূলক অবসর পাওয়া আনোয়ার হোসেনসহ কয়েকজন।
জানা গেছে, ২০১৭ সালের ২০ ডিসেম্বর নিজের ফেসবুক আইডিতে ৩টি আগ্নেয়াস্ত্রের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘হুইজ ইজ দ্য বেস্ট?’। পরের বছরের ১২ জানুয়ারি একটি আগ্নেয়াস্ত্রের ছবি দিয়ে লেখেন— ‘এট লাস্ট আই হ্যাভ বট ইট’। ২০১৭ সালের একটি ‘নীল আলোর’ রেস্তোরাঁর ছবি শেয়ার করেন রুমি। তাতে দেখা যায় ওয়েস্টার্ন পোশাক পরা দুই নারীকে। তাসবিহ ছড়া হাতে রাখা ছবিও রয়েছে তার ফেসবুক ওয়ালে। পশুপাখি নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গির ছবিও দেখা যায় অনেক।
এছাড়া বিয়ামে যুবকের উপস্থিতি ঘিরে রহস্য বাড়ছে; তারেক রহমান / মানুষের পাশে দাঁড়াতে শেখায় রমজান; দেশে হালনাগাদ ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার; ছোট হচ্ছে নিম্ন আয়ের মানুষের খাদ্যতালিকা—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।