রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে দুই রাউন্ড গুলি ও বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২ মার্চ) সন্ধ্যায় ডিএমপির বনানী থানাধীন ১৯ নং ওয়ার্ড কড়াইল বস্তি জামাই বাজার আনোয়ার বাহিনীর সদস্য রাকিব হোসেনকে (২৪) গ্রেপ্তার করে র‌্যাব-১ এর একটি দল।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম জানান, রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তি এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্য রাকিব দীর্ঘদিন ধরে বনানী এলাকার কড়াইল বস্তিতে মাদক কারবারসহ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। 

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল রাকিবের কার্যক্রম এবং গতিবিধির উপর গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কড়াইল বস্তিতে জামাই বাজারে রাকিবের বাসায় আনোয়ার গ্রুপের কয়েকজন সদস্যসহ অবস্থান করছে। পরে রোববার সন্ধ্যায় সেখান থেকে আনোয়ার বাহিনীর সদস্য রাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/জেডএস