মালিবাগে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
রাজধানী মালিবাগ ফ্লাইওভার ব্রিজের ঢালে ভিক্টর ক্লাসিক পরিবহন নামে একটি বাসের চাপায় মো. পলাশ গনি (৪২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি মতিঝিলে একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী ছিলেন।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তাকে নিয়ে আসা পথচারী মো. জুলফিকার জানান, মালিবাগ ফ্লাইওভার ব্রিজের ঢালে ভিক্টর ক্লাসিক্যাল পরিবহন নামে একটি বাসের চাপায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা রেজওয়ান শরিফ জানান, আমার চাচার মতিঝিলে একটি মানি এক্সচেঞ্জ দোকান আছে। মোটরসাইকেলে যোগে বাসায় যাওয়ার পথে মালিবাগ চৌধুরী পাড়া ফ্লাইওভারের ঢালে ভিক্টর নামে একটি বাসের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কমিউনিটি হাসপাতালে এরপর ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক আমার চাচাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি আরও জানান, পলাশ গনি নড়াইল জেলার কালিয়া থানার বললা হাঁটি গ্রামের আক্তার মোল্লার ছেলে। বর্তমানে রামপুরা বনশ্রী এলাকায় থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএএ/এমএন