নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু
রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. হৃদয় হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৭টার দিকে তিনি মারা যান।
হৃদয় জামালপুর সদরের চকবেলতৈল গ্রামের ওমর আলীর ছেলে। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নিহতের সহকর্মী মো. জাহাঙ্গীর বলেন, হৃদয় ওই নির্মাণাধীন ভবনের শ্রমিকের কাজ করতেন। বিকেলের দিকে বিমানবন্দর থানার বিপরীত পাশে আই পিসিও ডেভেলাপ কোম্পানি নিমার্নাধীন ১১ ভবনে ৪ তলায় এক ভবন থেকে লাফ দিয়ে অন্য ভবনে যাওয়ার সময় নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাতের দিকে মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত হৃদয়ের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমএসএ