১৮০ দিনের বিচার হয় না ৫ বছরেও
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
ধর্ষণ থামছে না, ফেব্রুয়ারিতে দিনে গড়ে ১২টি মামলা
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় দেশের নাগরিক সমাজ তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। অব্যাহতভাবে চলতে থাকা নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, নারীদের দলবদ্ধভাবে হেনস্তা ও নিপীড়নের বিরুদ্ধে রাতে–দিনে প্রতিবাদ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ও সড়কে। প্রতিবাদ চলার সময়েও নারী–শিশু ধর্ষণের পরপর কয়েকটি ঘটনা উদ্বেগ–উৎকণ্ঠার সৃষ্টি করেছে। এ পরিস্থিতির মধ্যে একটি আলোচিত শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির জামিনে বেরিয়ে আসার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে, এ বছরের ফেব্রুয়ারির ২৮ দিনে ধর্ষণের অভিযোগে দিনে গড়ে ১২টি মামলা হয়েছে। আগের বছরের ফেব্রুয়ারির ২৯ দিনে এই সংখ্যা একই ছিল। গত বছর সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৭ হাজার ৫৭১টি মামলা হয়েছে। এই আইনে এ বছরের জানুয়ারি মাসে মামলা হয়েছে ১ হাজার ৪৪০টি। গত বছরের জানুয়ারিতে এই সংখ্যা ছিল ১ হাজার ৪৩।
বণিক বার্তা
বেড়েছে পরিচালন ব্যয়, আরো অদক্ষ হয়ে উঠছে রেল
সরকারের শীর্ষস্থানীয় লোকসানি প্রতিষ্ঠানগুলোর একটি বাংলাদেশ রেলওয়ে। পরিচালন অদক্ষতায় দিন দিন ভারী হচ্ছে লোকসানের পাল্লা। প্রতি ১ টাকা আয় করতে গিয়ে সংস্থাটি ব্যয় করে ২ টাকা ৯০ পয়সা (২০২১-২২ অর্থবছরের হিসাবে)। চলতি অর্থবছরের ছয় মাসেও রেলের পরিচালন ব্যয় বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৩৭ শতাংশ। অথচ সে অনুযায়ী বাড়েনি সেবার মান। উন্নতি বলতে পুরনো ইঞ্জিন-কোচ দিয়ে চালু করা গেছে চারটি নতুন ট্রেন।
সমকাল
অপরাধ দমনে কঠোর বার্তা, দল-মত না দেখার নির্দেশ
অপরাধ দমনে পুলিশের মাঠ প্রশাসনকে দেওয়া হয়েছে কঠোর বার্তা। দল বেঁধে সহিংসতাসহ (মব ভায়োলেন্স) যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এখন থেকে আরও শক্তভাবে মোকাবিলা করতে বলা হয়েছে। অপরাধে জড়ালে দল-মত, গোষ্ঠী দেখা হবে না। কেউ আইন হাতে তুলে নিলেই নেওয়া হবে ব্যবস্থা।
গতকাল রোববার ৬৪ জেলার পুলিশ সুপারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে আইজিপি বাহারুল আলম এই বার্তা দেন। অপরাধের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে মামলার নির্দেশও দেওয়া হয়েছে। বৈঠকে সব রেঞ্জ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করণীয় ও আগামীর চ্যালেঞ্জও উঠে আসে আলোচনায়। বৈঠকে অংশ নিয়েছেন এমন একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
সমকাল
নারীর প্রতি বিদ্বেষ, ধর্ষণ, নির্যাতন বন্ধে ক্ষোভ-বিক্ষোভে প্রতিবাদমুখর হয়ে উঠেছে গোটা দেশ। নানা স্থানে শিশু ধর্ষণসহ নারী নিপীড়ন বেড়ে যাওয়ার পটভূমিতে দল-মত নির্বিশেষে প্রতিবাদী কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছেন সব শ্রেণি-পেশার মানুষ। গতকাল রোববার সকাল থেকে মধ্যরাত অবধি রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে সভা-সমাবেশ, মানববন্ধন ও মিছিল করতে দেখা গেছে। কোথাও কোথাও সড়ক-মহাসড়ক আটকে বিক্ষোভ করেন মানুষ। তাদের স্লোগানে অভিন্ন দাবি– ধর্ষক-নিপীড়ককে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের পর নানা দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন সংগঠন বিক্ষোভ করে আসছে। তবে দু’দিন ধরে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ প্রশ্নে মানুষ যেভাবে মাঠে নেমেছেন, এমন স্বতঃস্ফূর্ত প্রতিবাদ গত সাত মাসে দেখা যায়নি। এমনকি নিকট অতীতেও এই ইস্যুতে সর্বস্তরের মানুষের মধ্য থেকে উঠে আসা এত বড় বিক্ষোভ কমই দেখা গেছে।
আরও পড়ুন
কালের কণ্ঠ
৫৩টি পরিবহন টার্মিনাল থেকে দিনে সোয়া ২ কোটি টাকা চাঁদা
রাজধানীর পরিবহন খাত এখনো চাঁদাবাজদের দখলে। আগের মতোই রাজনৈতিক ছত্রচ্ছায়ায় প্রভাবশালীরা চাঁদার টাকা তুলছে। গোয়েন্দাদের ভাষ্য, সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বিভিন্ন পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ডে প্রতি মাসে সাড়ে ৬৬ কোটি টাকার বেশি চাঁদাবাজি চলছে। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, চাঁদাবাজি বাড়ার তথ্য পেয়ে তা যাচাই করছে তারা।
প্রথম আলো
খাদের কিনার থেকে যেভাবে শীর্ষ পর্যায়ে পৌঁছাল সিটি ব্যাংক
বেসরকারি খাতের প্রথম ব্যাংক হিসেবে ১৯৮৩ সালে অনুমোদন পায় দি সিটি ব্যাংক। ব্যাংকটির উদ্যোক্তা ছিলেন তখনকার ১২ তরুণ ব্যবসায়ী। শুরুতে কিছুটা ভালো করলেও দশক পার না হতেই ব্যাংকটিতে নানা সমস্যা দেখা দেয়। ফলে সমস্যাগ্রস্ত ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়। খাদের কিনার থেকে ব্যাংকটিকে টেনে তুলতে ২০০৭ সালে প্রথম প্রজন্ম থেকে নেতৃত্ব নেয় দ্বিতীয় প্রজন্ম। এরপর ব্যবস্থাপনায় পরিবর্তন, আন্তর্জাতিক ব্যাংকিংয়ের উত্তম চর্চা অনুসরণ, লোগো পরিবর্তনের মাধ্যমে নতুন করে ব্র্যান্ডিং ও সেবার মান বাড়ানো হয় ব্যাংকটির। এই সময়ে অ্যামেক্সের সঙ্গে যুক্ত হয়ে কার্ড ও খুচরা ব্যাংকিং ব্যবসারও প্রসার ঘটায় ব্যাংকটি।
কয়েক বছর আগে একসময়ের সমস্যাগ্রস্ত ব্যাংকটির মালিকানায় যুক্ত হয়েছে বিশ্বব্যাংক গ্রুপের সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। বিকাশের সঙ্গে মিলে ব্যাংকটি চালু করেছে ডিজিটাল অতিক্ষুদ্র ঋণ। সব মিলিয়ে নব্বইয়ের দশকের দুর্বল সিটি ব্যাংক এখন দেশের শক্তিশালী ব্যাংকের একটি।
দেশ রূপান্তর
আ.লীগ নেতা পুলিশ আমলাসহ ৪৬৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা চলে যান আত্মগোপনে। অথচ ১৬টি বছর তাদের অত্যাচারে মানুষ ছিল দিশেহারা। ক্ষমতায় টিকে থাকতে গুম-খুন অপহরণ, নির্যাতন মিথ্যা মামলাসহ সব ধরনের অপকর্মে জড়িত ছিল হাসিনা সরকার। তার দলের নেতারা ছিলেন অপকর্মে অপ্রতিরোধ্য। এদের কেউ কেউ বিনা ভোটে এমপি হয়েছেন; স্বাদ নিয়েছেন মন্ত্রিত্বেরও।
যুগান্তর
রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনে অর্থের উৎস নিয়ে চলছে বাহাস। কোনো দল বা সংগঠন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে বিপদে তাদের সুরক্ষা দিচ্ছেন। কেউ অর্থের জোগানদাতার ছক অনুযায়ী পালন করছে নানা কর্মসূচি। গোপন উৎসের অর্থে দলের কর্মকাণ্ড পরিচালিত হলেও তার নাম প্রকাশ হচ্ছে না। অর্থের বিনিময়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কী ধরনের সুবিধা দেওয়া হয় তা থেকে যাচ্ছে পর্দার আড়ালে। এ সুযোগে দলগুলোতে কালো টাকার অবাধ প্রবেশ নিশ্চিত হচ্ছে। একই সঙ্গে বাড়ছে পেশিশক্তির দৌরাত্ম্য। এসব বিষয়ই উঠে আসছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের বাগ্যুদ্ধে। এক দল অপর দলকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, এক পক্ষ আরেক পক্ষের কাছে জানতে চাইছেন টাকা আসে কোথা থেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলগুলোকে কেউ এমনি এমনি টাকা দেয় না। এজন্য তারা সুবিধা নিশ্চিত করে থাকেন। টাকা উৎসের বিষয়টি নিয়ে দেশের রাজনীতিও এখন সরগরম।
বণিক বার্তা
আমদানি নয়, দেশীয় পণ্য ৮৪ শতাংশ ভূমিকা রাখছে মূল্যস্ফীতিতে
দেশে মূল্যস্ফীতির পেছনে বিগত সরকার বরাবরই আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, যুদ্ধবিগ্রহ ও আমদানির লাগাম টানাকে সামনে এনেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর এর কারণ নিয়ে ভিন্ন বক্তব্য সামনে আসতে থাকে। যেখানে উঠে আসে, মূল্যস্ফীতিতে স্থানীয় বাজারের পণ্যের ভূমিকাই সবচেয়ে বেশি। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেশের অর্থনীতির এক পর্যালোচনায়ও সে বিষয়টি উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনাও বলছে, মূল্যস্ফীতির পেছনে স্থানীয় পণ্যগুলোর ভূমিকা ৮৪ শতাংশ। অন্যদিকে কেবল ১৬ শতাংশ আমদানি পণ্যের কারণে মূল্যস্ফীতি বেড়ে থাকে। সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির হার কিছুটা হ্রাস পাওয়ার পেছনে সবজির দাম কমার প্রভাবকে সামনে আনছেন অর্থনীতিবিদরা। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়িয়ে টাকার সরবরাহ হ্রাসের কৌশল কতটা কাজের সে প্রশ্নও উঠছে।
কালের কণ্ঠ
বিনিয়োগ ও কর্মসংস্থানে সবচেয়ে এগিয়ে রয়েছে দেশের আবাসন খাত। তবে এ খাতটি এখন ক্রান্তিকাল পার করছে। প্লট, ফ্ল্যাট ও বাড়ি বিক্রিতে মন্দার কারণে এ খাতজুড়ে চরম স্থবিরতা। নতুন বিনিয়োগ না হওয়া ও পুরনো প্রজেক্ট প্রায় অচল হয়ে থাকায় উদ্যোক্তারাও পরিচালন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন।
সব মিলিয়ে বলা যায়, খাতটি এখন কঠিন সংকটে। উদ্যোক্তারা জানান, অন্তত ৬০ শতাংশ ব্যবসা মন্দার কবলে। এর ধাক্কা এসে লেগেছে আবাসন খাতের সঙ্গে জড়িত রড-সিমেন্টসহ অন্তত আড়াই শ উপখাতেও। বিপুল কর্মসংস্থানের এ খাতের শ্রমিকের জীবন যাপনও হুমকিতে পড়েছে।
যুগান্তর
দেশে সব ক্ষেত্রেই নারীর সক্রিয়তা যেমন বাড়ছে, তেমনই নানাভাবে সহিংসতার শিকারও হচ্ছেন তারা। কিন্তু নারী নির্যাতন মামলার বিচার ১৮০ দিনে শেষ করার কথা থাকলেও তা ৫ বছরেও শেষ হয় না। দেশে বর্তমানে ৫ বছরের বেশি সময় ধরে বিচারাধীন আছে ৩২ হাজার ৯৭২টি মামলা।
এছাড়া শুল্কের ২৬০ কোটি টাকা দশ কুতুবের পকেটে; ঢাকার ৪৮ থানায় দায়িত্ব পাচ্ছে অক্সিলারি ফোর্স; ভারতীয় সেনাপ্রধান / বাংলাদেশে সরকার বদলালে সম্পর্কে পরিবর্তন আসতে পারে—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।