পারিবারিক কলহের জেরে ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা
রাজধানীর ভাটারার খিলবাড়িরটেক এলাকায় পারিবারিক কলহের জেরে ফাঁস নিয়ে ইভা (১৮) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ইভার বাড়ি পটুয়াখালী জেলার দুমকি থানার শ্রীরামপুর গ্রামে। সে সেখানের নাসির হাওলাদারের মেয়ে। বর্তমানে সে খিলবাডিরটেকে একটি ভাড়া বাসায় থাকতেন।
মৃত ইভার স্বামী শিহাব চৌধুরী বলেন, আমার স্ত্রী স্থানীয় একটি কসমেটিকসের দোকানে চাকরি করতো। আমার সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে সকালের দিকে সে সবার অগোচরে টিনশেড বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে থাকে।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমএ